স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় এক কোটি ৬ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সোমবার সন্ধ্যায় গোদাগাড়ী পৌরসভার ভগবন্তপুর রোডপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজন হলেন, ভগবন্তপুর মহল্লার মো. জিয়ারুল (৩৬) ও সিহাব জামান (৩০)। সোমবার দিবাগত মধ্যরাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব। এ নিয়ে দুজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।