• ঢাকা, বাংলাদেশ
  • ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

খুলনা ব্লাড ফাইটার্সের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি

প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ ৮:৪২

খুলনা ব্লাড ফাইটার্সের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি

স্টাফ রিপোর্টার : ′′আমাদের অঙ্গিকার, রক্তের অভাবে মারা যাবেনা কেউ আর′′ এই স্লোগানকে বাস্তবে রুপ দিতে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে খুলনা ব্লাড ফাইটার্স নামক সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় ০২ ডিসেম্বর সোমবার খুলনার ২নং কাস্টমঘাট এলাকায় আয়োজন করা হয় ফ্রি ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি। সার্বিক সহযোগিতায় খুলনা মহানগরীর ২২ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক জিয়াউর রহমান ও তার বন্ধুমহল।

আরও পড়ুনঃ  মান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

সকাল ১০ টা বিকাল ৪ টা প্রর্যন্ত ১৫০ জনের ডায়াবেটিস পরীক্ষা ও ২৫০ এর ও অধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- খুলনা ব্লাড ফাইটার্স এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ হাসিব ভুঁইয়া, সভাপতি নাজিম সরদার, সাংগঠনিক সম্পাদক সাহিজুল ইসলাম, প্রচার সম্পাদক আসিফ তালুকদার সহ স্থায়ী সদস্য সাগর, জসি, সাজিদুল সহ আরো অনেকেই।

আরও পড়ুনঃ  নির্বাচন নিয়ে লুকোচুরি খেলছে অন্তর্বর্তী সরকার : সিরাজগঞ্জে রিজভী

সার্বিকভাবে সহযোগিতা করেছেন খুলনা মহানগরীর ২২ নং ওয়ার্ডের সম্মানিত সমাজ সেবক, মানবিক মানুষ জিয়াউর রহমান।

তাদের এই মহৎ উদ্যোগে এলাকাবাসী খুবই সন্তুষ্ট প্রকাশ করেছে। এমন আরো কিছু মহৎ কাজে তারা পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করার কথা ব্যক্ত করেছেন।

আরও পড়ুনঃ  ভোলাহাটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির উদ্দ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

খুলনা ব্লাড ফাইটার্স -এর পরিচালক বলেন, “আমরা কাজ করি মানুষের কল্যাণে।এমন ক্যাম্পেইন থেকেই রক্তদাতা তৈরি হয়। অনেকের অজানা রক্তের গ্রুপ সহজেই জানতে পারে।অনেকের মধ্যে রক্তের গ্রুপ জানার আগ্রহ থাকেনা কিন্তু একটা ফ্রি ক্যাম্পেইন তাদের কে আগ্রহী করে তোলে।

খুলনা ব্লাড ফাইটার্স এর সেচ্ছাসেবীরা সর্বদা মানুষের পাশে ছিলো-আছে এবং থাকবে বলেও জানান রক্ত যোদ্ধারা।

সর্বশেষ সংবাদ

ঈদের সকালে সড়কে ঝরল ৫ প্রাণ
সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:৫৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675