• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বড়াইগ্রামে ঘরে খাটের সঙ্গে বাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ ৯:২৮

বড়াইগ্রামে ঘরে খাটের সঙ্গে বাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে খাটের সঙ্গে বাঁধা অবস্থায় আঁখি খাতুন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা সদরের রয়না ভরট উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আঁখি খাতুন ওই গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে আঁখি খাতুনের সঙ্গে নাটোর সদর উপজেলার হাজরাপাড়া এলাকার তাইজুল মিস্ত্রির ছেলে ইসমাইল হোসেনের (২৫) বিয়ে হয়। বিয়ের পর থেকেই আঁখিকে নির্যাতন করতেন তাঁর স্বামী। এ কারণে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন তিনি।

আরও পড়ুনঃ  ৫ম বিয়ে করায় ৪র্থ স্ত্রীর হাতে স্বামী খুন

এদিকে গতকাল সোমবার দুপুরে আঁখিকে মারধর করে খাটের সঙ্গে বেঁধে রেখে ঘরে তালা দিয়ে চলে যান ইসমাইল। সন্ধ্যায় মা-বাবা বাড়ি ফিরে আঁখিকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  মিরপুরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আশরাফুল ইসলাম বলেন, ‘আমার মেয়েকে নির্যাতন থেকে মুক্তির জন্য বাড়িতে রাখলাম। সেখানেও আমার মেয়েকে মেরে ফেলল। আমি এর বিচার চাই।’

আরও পড়ুনঃ  সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা আইন নিজের হাতে তুলে নেবে : সরকারের উদ্দেশে আজহারী

এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইসমাইল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675