• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মাত্র ১৪০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭৬ তরুণ-তরুণী

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ ৭:৩৮

মাত্র ১৪০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭৬ তরুণ-তরুণী

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মাত্র ১৪০ টাকা খরচ করে ৭৬ জন তরুণ-তরুণী চাকরি পেয়েছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় কাউকে কোনো ধরনের অর্থ ঘুষ দিতে হয়নি। আবেদন ফি হিসেবে মাত্র ১৪০ টাকা খরচ করতে হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টায় রাজশাহী জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে ফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

আরও পড়ুনঃ  বেনজীর ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে দুদকের মামলা

এসপি মো. আনিসুজ্জামান বলেন, যারা কনস্টেবল পদে নিয়োগ পেলেন, তাদের অধিকাংশই দরিদ্র পরিবার থেকে উঠে আসা। তারা এই চাকরি পাওয়ার মাধ্যমে নিজেদের জীবনের একটি বড় গৌরব অর্জন করেছেন। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা বজায় রেখেছি।

আরও পড়ুনঃ  মহান একুশের চেতনা ধারণ করে দেশ গড়তে হবে- নুরুজ্জামান লিটন

এ সময় নিয়োগ বোর্ডের আরও দুই সদস্য—বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রশিদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবার রাজশাহী জেলায় ৭৬টি শূন্য পদে নিয়োগের জন্য প্রক্রিয়া শুরু হয়। এতে মোট ৭ হাজার ৬২২ জন পরীক্ষার্থী অনলাইনে আবেদন করেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৬ হাজার ২০১ জন প্রার্থী শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং ফিজিকাল এনডিউরেন্স টেস্টে অংশ নেওয়ার সুযোগ পান।

আরও পড়ুনঃ  বাগমারার তাহেরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থীদের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত

শারীরিক সক্ষমতা যাচাইয়ের পর ৭২২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ২৪৫ জন। এই উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এসব প্রক্রিয়া শেষে রাজশাহী জেলার নিয়োগ বোর্ড চূড়ান্তভাবে ৭৬ জনকে নির্বাচিত করে। নির্বাচিতদের মধ্যে ১৬ জন নারী এবং ৬০ জন পুরুষ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675