অনলাইন ডেস্ক : বাংলাদেশ রেলওয়ে চত্বরে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে নির্মিত সকল স্থাপনা ও অবকাঠামো ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আলী আকবর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নিজ উদ্যোগে সব অবৈধ স্থাপনা অপসারণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ের পরে বাংলাদেশ রেলওয়ের ভূমি অবৈধ দখলমুক্ত করতে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
রেলওয়ের সম্পত্তি রক্ষায় সবাইকে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।