• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সিংড়া বিএনপির আহ্বায়ককে শোকজ

প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ ১০:১৫

বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সিংড়া বিএনপির আহ্বায়ককে শোকজ

অনলাইন ডেস্ক : বিএনপির জনসভা মঞ্চে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলকের শ্যালিকা ফারজানা রহমান উপস্থিত থাকায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

অবশেষে সমালোচনার মুখে পলকের আপন চাচা শ্বশুর সিংড়া বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নাটোর জেলা বিএনপি। ওই নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয় ।
এর আগে, শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সিংড়া উপজেলায় কোর্ট মাঠে ওই জনসভা হয়। জনসভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুও একই মঞ্চে ছিলেন।

ডা. ফারজানা রহমান দৃষ্টি পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন এবং সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি। জনসভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু।

আরও পড়ুনঃ  ওএসডির পর এবার বাধ্যতামূলক অবসরে সিলেটের সেই ডিসি

বিএনপির স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে শুক্রবার জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক শেখ এমদাদুল হক আল মামুনও মঞ্চে আসন গ্রহণ করেন।

সূত্রে আরও জানা যায়, এ সময় রহিম নেওয়াজ ও শেখ এমদাদুল হক আল মামুনের ঠিক পেছনের চেয়ারেই বসে ছিলেন পলকের শ্যালিকা ফারজানা রহমান। বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকেরা ছবি এবং ভিডিও ধারণ করে শুক্রবার রাতেই ফেসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপিতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় সমাবেশ বক্তারা : জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান ১৭ বছরের বিপ্লবী ফসল

সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম বলেন, পলকের শ্যালিকা ফারজানা রহমান যুব মহিলা লীগের সক্রিয় কর্মী ছিলেন। নৌকার নির্বাচনী প্রচারণা, হাসিনাপুত্র জয়ের হাত থেকে পুরষ্কার নেওয়াসহ ফারজানাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যেত। অথচ ওই নারীকে বিএনপির জনসভা মঞ্চে বসতে দেওয়া হয়েছে। বিষয়টি দলের জন্য লজ্জাজনক।

জনসভার সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, তিনি জনসভার কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলেন। মঞ্চে অনেকেই বসেছিলেন। এর মধ্যে ফারজানা রহমান যে বসে আছেন, তা তিনি খেয়াল করেননি।

এ বিষয়ে ফারজানা রহমান বলেন, যুব মহিলা লীগে তার কোনো পদ ছিলনা। বিএনপির সভামঞ্চে বসে থাকার বিষয়েও তার কোনো রাজনৈতিক অভিপ্রায় ছিলনা। মূলত তিনি সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের ধারাবাহিকতায় বিএনপির জনসভার মঞ্চে বসেছিলেন।

আরও পড়ুনঃ  আজহারীর মাহফিলে মোবাইল হারানোর ১৩ জিডি, গয়না চুরির চেষ্টায় ৮ নারী আটক

বিএনপির (রাজশাহী) সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জেনেছেন। দলের কেউ তাকে জানাননি। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জনসভার প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পলকের শ্যালিকা ফারজানা রহমানসহ সিংড়ার অনেককেই তিনি চেনেন না। মঞ্চে ফারজানার আসন গ্রহণের বিষয়টি খেয়াল করতে পারেননি তিনি। তবে সভা চলাকালে ঘটনাটি জানার পর ফারজানাকে মঞ্চ থেকে নেমে যাওয়ার ব্যবস্থা করেছেন।-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১০:৫৩
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১০:৫৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675