• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪ ৭:৩৭

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এবারের এই প্রতিপাদ্যে সারা দেশের জেলা ও উপজেলার ন্যায় চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জয়িতাদের সংবর্ধনা ও তাদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

“জয়িতা অন্বেষণে” কার্যক্রমের আওতায়, এর ধারাবাহিকতাকে সামনে রেখে, সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় সমাবেশ বক্তারা : জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান ১৭ বছরের বিপ্লবী ফসল

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ।

মহিলা বিষয়ক অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ উপপরিচালক সাহিদা আখতারের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার রেজাউল করিম (বিপি এম-সেবা), সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন সহ বিভিন্ন জেলা ও উপজেলা দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  বৈষম্যহীনভাবে সামর্থ্য অনুসারে কর নির্ধারণ করতে হবে-এনবিআর চেয়ারম্যান

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন-মহিয়সী নারী বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে নারীরা আজ সমাজের সর্বক্ষেত্রে অবদান রাখছেন। বেগম রোকেয়ার নারী জাগরণের স্বপ্ন আজ সফল হতে চলছে। তিনি বলেন-সমাজে অনেক বাঁধা বিপত্তি ও প্রতিকূলতার মধ্যেও যে সব নারী সামজে প্রতিষ্ঠিত এবং স্বাবলম্বি হতে পেরেছেন তারাই হচ্ছে জয়িতা। দেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য জয়িতা রয়েছেন, তাদেরকেও খোঁজে বের করতে হবে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, ৫ নারীসহ ১০ অপহরণকারী আটক

আলোচনা শেষে সমাজে বিভিন্ন অবদান রাখায় জেলা পর্যায়ে ৫ জন ও সদর উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতা নারীর মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675