স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী থানার নওদাপাড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। কাটাখালী থানা-পুলিশের একটি দল শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আটজন হলেন- কাটাখালীর মিরকামারী গ্রামের কালাম (৩২), নওদাপাড়ার সবুর সাজ্জাদ হোসেন (২৮), মো. রানা (৩০), মো. রিপন (৩৫), রাজা ইসলাম (২৬), মো. মকবুল (৪৭), সাহাপুর পূর্বপাড়ার মো. স্বপন (৪৫) ও কাকাইলকাটি গ্রামের মো. রবিউল (৩৭)।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, জুয়া খেলা অবস্থায় এই আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে একটি মামলা করা করা হয়েছে।