স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামে অভিযান চালিয়ে ৭৮৮ পিস ইয়াবা বড়ি ও ১০ গাঁজাসহ শাহিন আলম ওরফে জনি (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শাহিনের বাড়ি ইউসুফপুর গ্রামেই। র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। এ ব্যাপারে শাহিনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।