স্টাফ রিপোর্টার: রাজশাহীতে লক্ষাধিক টাকার জাল নোটসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে। রোববার বেলা তিনটার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
গ্রেপ্তার দুজন হলেন- বাগমারার গোয়ালপাড়া গ্রামের ইমাম হাসান (২০) ও সুর্যপাড়া গ্রামের শিহাব ইসলাম (২১)। এদের কাছ থেকে ১ লাখ ১ হাজার ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, এরা জাল নোটের কারবারি। এদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদেরও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।