• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জিতকে ভালোবাসার কথা জানিয়ে দেওয়া পোস্ট সরিয়ে ফেললেন স্বস্তিকা

প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ ৯:৫৫

জিতকে ভালোবাসার কথা জানিয়ে দেওয়া পোস্ট সরিয়ে ফেললেন স্বস্তিকা

অনলাইন ডেস্ক : কদিন আগে অভিনেতা ও নিজের প্রাক্তন প্রেমিক জিতের জন্মদিনে ভালোবাসা উজার করে দিতে দেখা গিয়েছিল স্বস্তিকা মুখোপাধ্যায়কে।

৩০ নভেম্বর ছিল জিতের জন্মদিন। এদিন রাত ১২টার পর প্রাক্তনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা লেখেন অভিনেত্রী।

স্বস্তিকার ফেসবুক পোস্ট ছিল, ‘জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল/আছে। শুভ জন্মদিন প্রেম! সব যায়, স্মৃতিটুকু রয়ে যায়।’

সেই পোস্টে অভিনেত্রী আরও লেখেন, ‘যত বয়স বাড়ছে, তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বড়ছে। অন্যজনেরা মনে রাখছে না, সেটা জরুরি নয়। নিজের মনে রইলেই হলো। মন সব রেখে দেয়। আমিও তাই মনে রেখে দিলাম।’

যদিও পরে নিজের সেই পোস্ট সরিয়ে ফেলেন স্বস্তিকা। তাই বলে অভিনেত্রীর মনের কথা প্রকাশ্যে আসা থেকে আটকানো যায়নি।

আরও পড়ুনঃ  ঘর ভাঙল চাহাল-ধনশ্রীর

মস্তান ছবিতে জিতের বিপরীতে প্রথম কাজ স্বস্তিকার। তখন সদ্য স্বামীর সঙ্গে বিচ্ছেদ। প্রথমে বন্ধুত্ব এরপরে ভালোবাসা। যদিও সেই সম্পর্ক থেকে সংসার বাধা হয়নি। যা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা। দু’জনেও কখনো নিজেদের সংসার না করতে পারা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেননি।

এরপর একাধিক পুরুষের সঙ্গে নাম জড়ায় স্বস্তিকা মুখোপাধ্যায়ের। যার মধ্যে অন্যতম হলেন পরমব্রত। যদিও সে সম্পর্ক ভেঙেছেও প্রায় এক যুগ হতে চলল। তবুও মাঝে মধ্যেই একসঙ্গে উঠে আসে এই দুটো নাম।

এদিকে ১৩ ডিসেম্বর ছিল স্বস্তিকা মুখোপাধ্যায়ের ৪৪ তম জন্মদিন। আর সেই উপলক্ষে প্রাক্তনকে নিয়ে আনন্দবাজারে খোলা কলম লিখলেন পরমব্রত।

আরও পড়ুনঃ  জিমে অপু বিশ্বাস, সিনেমায় ফিরছেন কি?

যেখানে পরমব্রত অকপটে মেনে নিলেন, আজকের ‘কসমেটিক নায়িকা’দের মতো স্বস্তিকা নয়। যুগের সঙ্গে প্রয়োজনে নিজেকে ভেঙেগড়ে নিয়েছেন। খারাপ-ভালো, সাদা-কালো, ধূসর— সব কিছু নিয়ে তিনি একজন রক্ত মাংসের মানুষ হয়েই ধরা দিয়েছেন দর্শকের কাছে।

অভিনেত্রী ইমেজে আঘাত আসতে পারে, এমন কাজও করেন। আর সেটাই স্বস্তিকাকে আর সবার থেকে আলাদা করে। পরমব্রতর কথায়, ‘ওকে চোখের সামনে এভাবে নিজেকে গড়ে নিতে দেখলাম। একদম শুরুর স্বস্তিকা খুব সাধারণ একটা মেয়ে, যার খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছিল। সেই স্বস্তিকাকে আজকের স্বস্তিকার সঙ্গে কোনও ভাবেই মেলানো যায় না।’

বিচ্ছেদের এত বছর পরেও কি পুরনো স্মৃতি ঘুরেফিরে আসে? অভিনেতা জানিয়েছেন, যে ধরনের জীবনসঙ্গী তিনি চেয়েছিলেন, তেমন মানুষের সঙ্গেই (পিয়া) ঘর করছেন। তাই মন খারাপ করার প্রশ্নই ওঠে না! তবে স্মৃতি তো থেকেই যায়। থেকে যায় নস্টালজিয়া। আর বিশেষ দিনগুলোয় সেই সময়টার কথা স্মৃতিতেও আসে।

আরও পড়ুনঃ  ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

বিচ্ছেদের পর একসঙ্গে কাজ করেছেন স্বস্তিকা ও পরমব্রত। ‘শাহজাহান রিজেন্সি’ এবং ‘শিবপুর’ ছবি দুটোতে একসঙ্গে কাজ করেন। যদিও এই বিচ্ছেদের পর বেশ কাদা ছোড়াছুড়ি চলেছিল তাদের মধ্যে। তবে, ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি। এমনকি, ২০২৩ সালে পরমব্রতর বিয়ের পর তার স্ত্রী পিয়াকে শুভেচ্ছাও জানিয়েছিলেন স্বস্তিকা। নতুন সংসার দেখতে আসার আবদারও রেখেছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675