• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ ১০:৫০

ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজের পর এক মেয়ে শিশুর (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর মাঠের মধ্যে একটি লিচু বাগানে অর্ধনগ্ন অবস্থায় মেয়েটির মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় নির্মাণাধীন বাড়ির রডকাটা নিয়ে দুই পরিবারের সংঘাতে আহত ৫

এর আগে, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে ওয়াজ শুনতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

নিহত শিশু কল্পনা খাতুন (৯) উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কল্পনা শুক্রবার সন্ধ্যার পর বাড়ির পাশে দহপাড়ায় ইসলামী জলসায় যায়। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে একটি লিচু বাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এলাকাবাসীর ধারণা দুর্বৃত্তরা শিশুটিকে অপহরণ করে এনে ধর্ষণের পর হত্যা করে ফেলে রেখে গেছে।

আরও পড়ুনঃ  লালগালিচায় ব্যতিক্রমী ‘ক্যাট শো’

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের বিষয়টি পরিষ্কার নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই: শহিদুল ইসলাম বাবুল

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরজুমা আকতার জানান, এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। প্রাথমিক কাজ চলছে, পরে জানাতে পারবো। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675