• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে ক্যারিবীয় অধিনায়কের হুঁশিয়ারি

প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ ৫:৩১

টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে ক্যারিবীয় অধিনায়কের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক : ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাজেভাবে হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল (সোমবার) টাইগাররাসেন্ট ভিনসেন্টে ক্যারিবিয়ানদের মোকাবিলা করবে। তার আগে সিরিজ নিয়ে আশার কথা শুনিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। জানিয়েছেন দাপুটের সঙ্গে খেলার কথা।

পাওয়েল বলেন, ‘দল যখনই খেলে, আমরা দাপুটে পারফরম্যান্স দেখাতে চাই। আমাদের ভালো ক্রিকেট চালিয়ে যেতে হবে, ধারাবাহিকভাবে লম্বা সময় ধরে ভালো খেলতে হবে। আমাদের নির্ভয়ে ক্রিকেট খেলতে হবে– এটাই মূল লক্ষ্য। গত ১৫ মাস ধরে এই চেষ্টাই চলছে।’

আরও পড়ুনঃ  লিনুর আত্মজীবনী প্রকাশ, ক্রীড়াঙ্গনের স্টল নেই বইমেলায়

টি-টোয়েন্টিতে স্বভাবতই শক্তিশালী দল ক্যারিবীয়দের। যদিও চোটের কারণে নিয়মিত ক্রিকেটার সবাইকে পাচ্ছে না স্বাগতিকরা, তবে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে দারুণ আশাবাদী পাওয়েল, ‘পরিচিত অনেক ক্রিকেটার এই সিরিজে নেই। যা জাস্টিন গ্রিভস, কিসি কার্টির মতো ক্রিকেটারদের সুযোগের দ্বার খুলে দিয়েছে। তারা সিপিএল (টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ) এবং পঞ্চাশ ওভারের ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে।’

আরও পড়ুনঃ  বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

ওপেনার জনসন চার্লসকে নিয়ে বাড়তি আত্মবিশ্বাস ঝরেছে ক্যারিবীয় দলনেতার কণ্ঠে, ‘জনসন চার্লসের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। গত ৫-৬ মাস ধরে খুব ভালো খেলছে। এই ফর্ম ধরে রাখতে হবে। প্রথম ৬ ওভারে সে ভালো শুরু এনে দিতে পারে, পরে আবার রান বাড়াতে পারে মাঝের ওভারগুলোতে।’

আরও পড়ুনঃ  ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

প্রসঙ্গত, সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস ভ্যালে গ্রাউন্ডে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের তিনটি ম্যাচই একই ভেন্যু ও সময়ে শুরু হবে। যথাক্রমে তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
দ. কোরিয়ায় মহাসড়ক সেতুর কাঠামো ধসে নিহত ৪
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675