• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বুমরাহ’র ফাইফার ছাপিয়ে চালকের আসনে অস্ট্রেলিয়া

প্রকাশ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ ৫:৪২

বুমরাহ’র ফাইফার ছাপিয়ে চালকের আসনে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের প্রথমদিন দখল করেছিল ৭০ মিলিমিটার বৃষ্টি। দ্বিতীয় দিনের শুরুটা জাসপ্রীত ‍বুমরাহ’র হতে পারে বলে আভাস মেলে। কিন্তু ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের জুটি ২৪১ রান তুলে ম্যাচের লাগাম নিয়ে নেন অজিদের হাতে। ভারত হেডের কতটা প্রিয় প্রতিপক্ষ বিষয়টি ইতোমধ্যেই ক্রিকেটবিশ্বের জানা হয়ে গেছে। স্মিথ ও তার জোড়া সেঞ্চুরি ছাপিয়ে গেছে বুমরাহ’র পাঁচ উইকেটকে।

ব্রিসবেনের গ্যাবা টেস্টে আজ (রোববার) দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৪০৫ রান। অ্যালেক্স ক্যারি ৪৫ এবং মিচেল স্টার্ক ৭ রানে অপরাজিত আছেন। এর আগে ২৬ ইনিংস পর আজ টেস্টে সেঞ্চুরি করেছেন স্মিথ, হেড খেলেছেন ১৫২ রানের অনবদ্য ইনিংস। বিপরীতে ভারতীয় পেসার বুমরাহ ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন। যা টেস্টে তার দ্বাদশ ফাইফার।

আরও পড়ুনঃ  অক্ষরের হ্যাটট্রিক মিস, তবুও ৩৫ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের

এর আগে শনিবার টেস্টের প্রথমদিন মুষলধারে হওয়া বৃষ্টিতে খেলা হয়েছিল মাত্র ১৩.২ ওভার। সেদিন করা ২৮ রানের পর আজ অজিরা দ্বিতীয় দিন শুরু করে। দিনের চতুর্থ ওভারেই ওপেনার উসমান খাজাকে হারায় স্বাগতিকরা। সিরিজে রানখরায় ভোগা এই অজি ওপেনারকে এদিন ২১ রানে রিষাভ পান্তের হাতে তালুবন্দি করেছেন জাসপ্রিত বুমরাহ। ৭ রানের ব্যবধানে আরেক ওপেনার নাথান ম্যাকসুয়েনিও (৯) আউট হন এই ভারতীয় পেসারের বলে।

পরে মার্নাস লাবুশেনকে ১২ রানে ফিরিয়ে বুমরাহ’র দলে নাম লেখান তরুণ পেসার নিতীশ কুমার রেড্ডি। ৭৫ রানে ৩ উইকেট হারানো অজিদের পথ দেখানোর পথে স্মিথ-হেড মিলে ২৪১ রানের জুটি গড়েন। বুমরাহ’র বলে আউট হওয়ার আগে স্মিথ ১৯০ বলে ১২টি চারের মারে তিনি ১০১ রান করেন। সাদা পোশাকে এটি সাবেক অজি অধিনায়কের ৩৩তম সেঞ্চুরি। একইসঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ম্যাজিক ফিগারও। ৪১ সেঞ্চুরি নিয়ে তাদের মধ্যে সবার ওপরে আছেন কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং।

আরও পড়ুনঃ  ‘জোড়াতালির' অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

অন্যদিকে, ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া ট্রাভিস হেড ম্যাজিক ফিগারে পৌঁছান ১১৫ বলে। ব্যক্তিগত মাইলফলক গড়ার পথে তিনি ১৪টি চার মেরেছেন। তার সেঞ্চুরির পরই ভারত অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরেছিল। এই ম্যাচের আগে হেড ভারতের বিপক্ষে গ্যাবায় তিনটি ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। আজ সেই হতাশা ঝেড়ে ফেলেছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। প্যাভিলিয়নে ফেরার আগে হেড ১৬০ বলের ইনিংসে ১৮টি চারে ১৫২ রান করেছেন।

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

মাঝে মিচেল মার্শকে ৫ রানে বুমরাহ ও প্যাট কামিন্সকে ২০ রানে ফিরিয়েছেন মোহাম্মদ সিরাজ। তবে এখনও স্বীকৃত ব্যাটার ক্যারি (৪৭ বলে ৪৫) অপরাজিত থাকায় অস্ট্রেলিয়ার পুঁজিটা আরও বড় হওয়ারই সম্ভাবনা রয়েছে। সবমিলিয়ে ম্যাচে পিছিয়েই রয়েছে ভারত। বুমরাহ ছাড়াও একটি করে উইকেট নিয়েছেন সিরাজ ও রেড্ডি।

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশ শেষে হামলা, গুরুতর আহত ১
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675