সুজানগর (পাবনা) প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে পাবনার সুজানগরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জামায়াত ইসলাম।
সোমবার (১৬ ডিসেম্বর) সুজানগর পৌর জামায়াতের উদ্যোগে সুজানগর পৌর ভবনের সামনে বিকাল ৩ ঘটিকায় অনুষ্ঠিত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সুজানগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কে, এম হেসাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আমির বলেন, ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ভোটবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে বিলীন করে ক্ষমতায় ঠিকে ছিল। বাংলার মানুষ তা কখনো মেনে নেয়নি। এক নব বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এবং তাদের দোসরদের পরাজিত করা হয়েছে।
আমির আরও বলেন, জামায়াত ইসলামের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। যেখানে সব বৈষম্যের ঊর্ধ্বে উঠে সুখী, শান্তি, সম্প্রীতিময় সোনার বাংলাদেশ রচিত হবে। আমির এ সময় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।
সুজানগর পৌর জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে এবং সুজানগর পৌর শাখার সহকারী সেক্রেটারী কেরামত উল্লাহ পরিচালনায় এ সময় উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম, সেক্রেটারি মোঃ টুটুল হোসাইন বিশ্বাস,।পৌর জামায়োতের সেক্রেটারী, মকবুল হোসেন বকুল মাস্টার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রোস্তম আলী মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মমিন,সেক্রেটারী সাগরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এছাড়া আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ মসজিদ মিশন সুজানগর উপজেলা শাখার সভাপতি ও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।