• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিজয়ের সেঞ্চুরিতে ঢাকাকে বড় লক্ষ্য খুলনার

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ ৫:৪৯

বিজয়ের সেঞ্চুরিতে ঢাকাকে বড় লক্ষ্য খুলনার

অনলাইন ডেস্ক : একদিন বিরতির পর আজ মঙ্গলবার থেকে আবার মাঠে গড়িয়েছে এনসিএল টি-টোয়েন্টি লিগ। প্রথম ম্যাচে সিলেট স্টেডিয়ামে মাঠে নেমেছে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ। আর বিরতির পর প্রথম ম্যাচেই ঢাকা বিভাগের বিপক্ষে ঝোড়ো এক সেঞ্চুরি তুলে নিয়েছেন খুলনার ওপেনার আনামুল হক বিজয়।

চলতি আসরের দ্বিতীয় সেঞ্চুরি আসলো বিজয়ের ব্যাট ধরে। এর আগে উদ্বোধনী দিনেই সেঞ্চুরি পেয়েছিলেন সিলেটের জিসান আলম। আর আজ ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এনামুল বিজয়। এদিন শুরু থেকে অবশ্য দেখেশুনে খেলতে থাকেন বিজয়, তবে একটা সময় অবশ্য মনে হচ্ছিল বেশি দূর আগাবে না খুলনা।

আরও পড়ুনঃ  ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

তবে নুুরুল হাসান সোহান এবং বিজয়ের কল্যাণে নির্ধারিত ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে দক্ষিণবঙ্গের এই দলটি। ইমরুল কায়েস করেছেন ১১ বলে ১৪। আজিজুল হক তামিমের ব্যাট থেকে এসেছে ১৮ রান। ডাক মেরেছেন মোহাম্মদ মিথুন।

আরও পড়ুনঃ  হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

বিজয়কে শেষ দিকে সঙ্গ দিয়েছেন ২৩ বলে ৩৪ রান করা সোহান। তার ব্যাটে ছিল ১ চার ও ২ ছক্কা। আর বিজয় নিজের ১০১ রানের ইনিংস সাজান ১০ চার ও ৫ ছক্কায়।

আরও পড়ুনঃ  জাবি ফুটসাল টুর্নামেন্টে সানোয়ার-মুকুলদের ইতিহাস চ্যাম্পিয়ন

চলমান আসরে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না খুলনার। প্রথম চার ম্যাচ খেলে মোটে একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে খুলনা। বিশেষ করে দলের সিনিয়র ক্রিকেটাররা রান করতে ব্যর্থ হচ্ছেন। আজও রান পাননি মোহাম্মদ মিঠুন এবং ইমরুল কায়েস। এছাড়া ইনিংস বড় করতে ব্যর্থ আজিজুল হাকিম তামিম।

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশ শেষে হামলা, গুরুতর আহত ১
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675