• ঢাকা, বাংলাদেশ
  • ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

১৯৯ রানে পিছিয়ে থেকেও ‘বিজয়’ উদযাপন ভারতের

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩

১৯৯ রানে পিছিয়ে থেকেও ‘বিজয়’ উদযাপন ভারতের

অনলাইন ডেস্ক : প্যাট কামিন্সের বল আকাশ দ্বীপ গালি ফিল্ডারের মাথার ওপর দিয়ে বাউন্ডারিতে পাঠাতেই উল্লাসে মেতে ওঠে ভারতীয় ড্রেসিংরুম। রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর হাততালি দিচ্ছিলেন সজোরে, আর বিরাট কোহলি একে একে হাই-ফাইভ দিলেন দুজনের সঙ্গেই। ব্রিসবেনের গ্যালারিও করতালি আর উদযাপনে শামিল হয়। দেখে কে বলবে এটি ম্যাচ জয়ের আনন্দ নয়! অথচ ভারত তখনও যে অস্ট্রেলিয়ার চেয়ে ১৯৯ রানে পিছিয়ে।

মনে হচ্ছিল অ্যাডিলেডের পর ব্রিসবেনে টানা দ্বিতীয় টেস্ট হারতে যাচ্ছে ভারত। কিন্তু চতুর্থ দিন শেষে তাদের সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। এ ছাড়া শেষ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে ফলোঅনও এড়িয়েছে রোহিত শর্মার দল। আর সেই সময় ভারতীয় দলের ‍উদযাপন দেখলে মনে হতে পারে, তারা ম্যাচটাই জিতে গেছে। কিন্তু আদতে তা নয়, ফলোঅন এড়াতে পারায় এমন উদযাপন, যা দেখে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। এরপর আরও ৬ রান যোগ করে (২৫২) ভারত দিন শেষ করে।

আরও পড়ুনঃ  রাস্তার পাশে জিলাপি বিক্রি করছেন ফুটবলার

এদিকে, বৃষ্টির সহায়তায় ম্যাচ হারও প্রায় এড়াতে যাচ্ছে ভারত। ব্রিসবেনের গ্যাবায় ভারত-অস্ট্রেলিয়া টেস্টের চারদিনেই বাগড়া দিয়েছে বৃষ্টি। সবমিলিয়ে মাত্র ১৯২ ওভার হয়েছে চতুর্থ টেস্টে। এখনও শেষ হয়নি দুই দলের প্রথম ইনিংস। তবে ভারতকে হার থেকে বাঁচিয়ে দিয়েছে বিরূপ এই আবহাওয়া। চতুর্থ দিন শেষে ১৯৩ রানে পিছিয়ে থাকা ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২৫২ রান। আজও কয়েক দফায় বৃষ্টির বাগড়ায় খেলা হয় ৫৮ ওভার।

আরও পড়ুনঃ  চলতি বছরেই বাংলাদেশে সিরিজ খেলতে আসবে ভারত!

বোর্ডার-গাভাস্কার ট্রফির চলমান তৃতীয় টেস্ট দুই দলেরই লিড নেওয়ার লড়াই। আগের দুই টেস্ট শেষে তারা ১-১ সমতায় রয়েছে। কিন্তু তৃতীয় ম্যাচটিতে বারবারই বিঘ্ন ঘটিয়ে চলেছে ব্রিসবেনের বৃষ্টি। প্রকৃতির এমন বিরূপ আচরণ কার্যত ম্যাচের ফল ড্রয়ের দিকে ঠেলে দিয়েছে। আগামীকাল পঞ্চম দিন মির‌্যাকল না ঘটলে ভিন্ন কিছুর সুযোগ নেই! ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল। বিপরীতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত।

আরও পড়ুনঃ  মেয়েদের আইপিএলে বৃহস্পতিবার দাপট হরমনপ্রীতদের

সফরকারীদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ বিপর্যস্ত হয়েছে প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের সামনে। অজি অধিনায়ক ৪ এবং স্টার্ক ৩টি উইকেট শিকার করেছেন। বিপরীতে ভারতের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেছেন লোকেশ রাহুল। মূলত ৭৪ রানে ৫ উইকেট হারানো ভারতকে পথ দেখায় রাহুল-জাদেজা জুটি। ৬৭ রানের সেই জুটি ভাঙে রাহুলের বিদায়ে।

প্রথম দুই টেস্টে না খেলা জাদেজা ফিরেই ১ ছক্কা ও ৭ চারে খেলেন ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এ ছাড়া শেষ উইকেটে আকাশের ২৭ রানের ইনিংসও কম গুরুত্বপূর্ণ নয়। তাতেই মূলত ফলোঅন এড়ায় রোহিতের দল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675