• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হাসান আরিফের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

প্রকাশ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ ৯:২৭

হাসান আরিফের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

অনলাইন ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা।

বিএনপি মহাসচিবের শোক
হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, এ এফ হাসান আরিফের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। তিনি দেশের একজন অভিজ্ঞ, নামকরা ও বিশিষ্ট আইনজীবী হিসেবে সবমহলে সুপরিচিত ছিলেন। আইনজীবী হিসেবে তিনি তার ন্যায়নীতি থেকে কখনোই বিচ্যুত হননি। তার মৃত্যুতে দেশে গণতন্ত্রে উত্তরণে এক শূন্যতা সৃষ্টি হলো।

বিএনপি মহাসচিব শোক বার্তায় হাসান আরিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুনঃ  সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা আইন নিজের হাতে তুলে নেবে : সরকারের উদ্দেশে আজহারী

জাতীয় পার্টি চেয়ারম্যানের শোক
হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তিনি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জিএম কাদের।

তিনি বলেন, হাসান আরিফ ছিলেন একজন মেধাবী আইনজীবী। তিনি একজন আদর্শবান মানুষ হিসেবেই সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে দেশ এক আলোকিত সন্তানকে হারালো।

সিপিবির শোক
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, প্রয়াত হাসান আরিফের কর্মময় জীবন দেশবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

এবি পার্টির শোক
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

আরও পড়ুনঃ  মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দলের নেতারা বলেন, হাসান আরিফ ছিলেন বাংলাদেশের আইন জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। ১৯৭০ সাল থেকে আইন পেশার সঙ্গে জড়িত আছেন। তিনি ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তার জন্য মাগফেরাত কামনা করছি। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

খেলাফত মজলিসের শোক
হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশি হিসেবে নিজেকে পরিচয় দিতে আমি গর্ববোধ করি : পার্বত্য উপদেষ্টা

শোকবাণীতে তারা বলেন, মরহুম এ এফ এম হাসান আরিফ সুপ্রিম কোর্টের একজন প্রাজ্ঞ আইনজীবী ছিলেন। তিনি ২০০৮ সালে গঠিত তত্ত্বাবধায়ক সরকারেরও অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্বপালনে তৎপর থাকতেন। তার মত একজন গুণী ব্যক্তিকে হারিয়ে আমরা শোকাহত। মহান রাব্বুল আলামীনের দরবারে তার জন্য মাগফেরাত কামনা করছি। মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।-ঢাকা পোস্ট

সর্বশেষ সংবাদ

গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
রাজশাহীতে বসন্তবরণ ও পিঠা উৎসব
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675