• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সিনেমার সাকসেস পার্টিতে জমিয়ে নাচলেন ঋতুপর্ণা

প্রকাশ: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ ৯:০৩

সিনেমার সাকসেস পার্টিতে জমিয়ে নাচলেন ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক : মুক্তির দশম সপ্তাহে এসেও সাফল্যের সঙ্গে প্রেক্ষাগৃহে চলছে ‘বহুরূপী’। এখনও কলকাতার সিনেমাহলে হাউসফুল উইনডোজ প্রোডাকশনের পুজার এই ছবি।

পুষ্পা টু ঝড়ের মাঝেও বহাল ‘বহুরূপী’ ম্যাজিক! তাই সিনেমার সাফল্যে পার্টির আয়োজন করা হয়েছিল। যেই পার্টিতে বসেছিল চাঁদের হাট।

সিনেমার অভিনেতা-অভিনেত্রীসহ কলাকুশলীরা তো ছিলেনই, পাশাপাশি আমন্ত্রিত ছিলেন টলিপাড়ার আরও অনেক তারকা।

সেই পার্টিতেই একান্তে লেন্সবন্দি হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পার্টিতে সবুজ স্লিভলেস ব্লাউজের সঙ্গে মানানসই কালো শাড়িতে মোহময়ী দেখাচ্ছিল অভিনেত্রীকে।

আরও পড়ুনঃ  ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা সম্ভব : কারিনা

‘বহুরূপী’র ভাইরাল ‘ডাকাতিয়া বাঁশি’র তালে ঠুমকা লাগালেন তিনি। তার সঙ্গী তখন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। একসঙ্গেই নেচে পার্টি মাতালেন দু’জন।

তবে নাচের মাঝে ‘ঠুমকা’ দিয়ে স্পটলাইট কাড়লেন ঋতু। যা দেখে নেটপাড়া বলছেন, ‘ঋতুপর্ণার নাচের কাছে ঋতাভরী একদমই ম্লান…।’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঋতুপর্ণা-ঋতাভরীর এই নাচের ভিডিওর নিচে নেটিজেনদের মন্তব্যের ঝড় বয়ে গেছে। একজন লিখেছেন, ‘মাঝে মাঝে ভাবী ঋতুপর্ণা সেনগুপ্ত ৯০ এর দশকের নায়িকা হতে পারে কিন্তু আজকের দিনের নায়িকারা ওনার ধারে কাছে নেই। সেই এনার্জি, নাচ, আর এক্সপ্রেশন, দারুণ’।

আরও পড়ুনঃ  জিমে অপু বিশ্বাস, সিনেমায় ফিরছেন কি?

কেউ আবার ঋতুপর্ণাকে ‘লেডি সুপারস্টার’-এর তকমা দিয়েছেন। কারোর মন্তব্য, ‘ঋতুদি জাস্ট অসাধারণ’!

প্রসঙ্গত, বহুরূপী সিনেমার ‘ডাকাতিয়া বাঁশি’ গানটি ব্লকবাস্টার। সুপারহিট গানটির কথাগুলো লিখেছেন ননীচোরা দাস বাউল ও অনিন্দ্য বোস। আর তাতে সুর দিয়েছেন বনি চক্রবর্তী। গানটি গেয়েছেন ননীচোরা দাস বাউল, শ্রেষ্ঠা দাস ও বনি চক্রবর্তী।

আরও পড়ুনঃ  খোলামেলা ছবিতে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া

বহুরূপীতে গানের দৃশ্যয়নে দেখা গিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়-কৌশানি মুখোপাধ্যায়, ননীচোরা দাস বউল সহ অন্যান্যদের। ছবি মুক্তির আগে থেকেই এই গানটি ও গানের সঙ্গে কৌশানির নাচের স্টেপ ভাইরাল হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ‘বহুরূপী’ সাকসেস পার্টিতে হাজির ছিলেন আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা দাস, ঋতাভরী চক্রবর্তী। এছাড়াও ছিলেন মিমি চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, বনি সেনগুপ্ত সহ আরও অনেকে। পার্টির শুরুতে কেক কেটে উদযাপন করা হয় ছবির সাফল্য।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675