ঢাকাSaturday , 21 December 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

সাঁথিয়ায় বাস ও অটোভ্যানের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

subadmin
December 21, 2024 10:02 pm
Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বাস ও অটোভ্যানের সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও দুজন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আতাইকুলা থানার তেলকুপি এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ হলেন সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রত্না বেগম (৪০)। আহত দুজনের মধ্যে ভ্যানচালকের নাম পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন একই উপজেলার তেলকুপি গ্রামের মোছেব খাঁর ছেলে কালু খাঁ (৪২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় হাসান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে বেড়া উপজেলার দিকে যাচ্ছিল। আর অটোভ্যানটি যাত্রী নিয়ে মাধপুর বাজার থেকে আতাইকুলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তেলকুপি নামক স্থানে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের চাপায় ভ্যানের যাত্রী গৃহবধূ রত্না বেগম নিহত হন। আহত হন ভ্যানচালকসহ দুজন। আহতদের মধ্যে ভ্যানচালক কালু খাঁকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এসআই মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পলাতক। সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০