• ঢাকা, বাংলাদেশ
  • ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভক্তদের কাছে দোয়া চাইলেন নুসরাত ফারিয়া

প্রকাশ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ ৭:১৫

ভক্তদের কাছে দোয়া চাইলেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন। নুসরাত ফারিয়া এক পোস্ট দিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।

আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে উল্লেখ করে অভিনেত্রী পোস্টে লিখেছেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়া র মতো সহজ হলে খুব ভালোই হতো। কিন্তু বাস্তবতা অনেক অন্যরকম। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।’

আরও পড়ুনঃ  অস্কারের প্রয়োজন নেই, জাতীয় পুরস্কারই যথেষ্ট : কঙ্গনা

নুসরাত ফারিয়ার ভাষ্য, ‘কয়েকদিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন কাজ আর একটু পড়াশোনা করতে চাই। এটার জন্য দোয়া করবেন প্লিজ।’

আরও পড়ুনঃ  অন্তর্বাসে বিপাশার সঙ্গে, বিমানবন্দরে নামলেই গ্রেফতার!

কমেন্ট বক্সে রাজিকুল ইসলাম আকাশ লিখেছেন, ‘তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলেন আল্লাহর রহমতে অনেক কিছু থেকে হেফাজত পাবেন দোয়া রইলো।’ আরেকজনে কথায়, ‘ঠিকই বলেছেন জীবন এত সহজ না সোশ্যাল মিডিয়ার মত।’

উল্লেখ্য, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

আরও পড়ুনঃ  রান্না শেখাচ্ছেন পড়শী, ঈদে দেখা যাবে অভিনয় আর গানে

এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675