• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আগুন লাগার ঘটনায় যা বললেন শান

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ৬:২২

আগুন লাগার ঘটনায় যা বললেন শান

অনলাইন ডেস্ক : বলিউড গায়ক শানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। সোমবার দিবাগত রাতে মুম্বাইয়ে বান্দ্রায় গায়কের এপার্টমেন্টেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ধারণা করা হচ্ছে, সেখানে শট সার্কিট থেকে সৃষ্টি হয় এই অগ্নিকাণ্ড। এদিকে খবরটি ছড়াতেই শানের অনুরাগীদের মাঝে চিন্তার ভাঁজ। তবে শান জানালেন, সুস্থ আছেন তারা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর ভারতীয় সংবাদমাধ্যমে মুখ খোলেন শান। জানালেন, শান এদিন স্ত্রীকে সঙ্গে নিয়েই বাসায় ছিলেন। যখন আগুন লাগে তার আগেই তারা ঘুমিয়ে পড়েছিলেন। এক পর্যায়ে তাদের ছেলে সোহম ঘুম থেকে ডেকে তুললে বাড়ির সকল সদস্যদের নিয়ে নিরাপদে অবস্থান করেন তারা।

আরও পড়ুনঃ  ‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

শান বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে সপ্তম তলায় আগুন লাগে। আমরা তখন ঘুমাচ্ছিলাম। রাত ১টার দিকে ঘুম ভাঙে। ততক্ষণে ৭তলা ও নিচের অন্যান্য তলা থেকে বেশিরভাগ মানুষ নিচে নেমে যান। আমাদের ছাদে যেতে বলা হয়েছিল, কিন্তু ছাদে তখন তালাবন্ধ। ধোঁয়াও ক্রমাগত বাড়ছিল। তাই আমরা ১৪ তলায় আমাদের প্রতিবেশী, মিসেস কাজীর বাড়িতে আশ্রয় নিই।আমরা প্রায় ৪০ মিনিট সেখানে ছিলাম, যতক্ষণ না দমকলকর্মীরা আমাদের উদ্ধার করে নিয়ে যান।’

আরও পড়ুনঃ  বুবলীর নতুন অধ্যায় শুরু

শান আরও বলেন, ‘আগুনে সপ্তম তলা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ষষ্ঠ ও অষ্টম তলা আংশিক পুড়ে গেলেও বহুতলের অন্যান্য অংশ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। আমাদের বাড়িও ঠিক আছে। আমরাও ঠিক আছি।’

আরও পড়ুনঃ  দ্রুত মা হওয়ায় কটাক্ষ, জবাব দিলেন শ্রীময়ী

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন ও দমকলের অন্যান্য গাড়ি। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:৫০
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:৫০
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:৫০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675