ঢাকাTuesday , 24 December 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

অপরাধে জড়িয়ে বরিশালে শাস্তি পেলেন ৪১২ পুলিশ সদস্য

subadmin
December 24, 2024 8:01 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : নৈতিক স্খলন, দুর্নীতি, মাদক সংশ্লিষ্টতা, নির্যাতনসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল জেলা ও মেট্রোপলিটন পুলিশের ৪১২ জন সদস্যকে শাস্তি প্রদান করা হয়েছে। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ১৯৩ জন পুলিশের সাব-ইন্সপেক্টর এবং ১০১ জন কনস্টেবল রয়েছেন।

গত দুই বছরে নানা অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হয় বলে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ১৭৩ জন মেট্রোপলিটন পুলিশের এবং ২৩৯ জন জেলা পুলিশের সদস্য।

পুলিশকে নতুন করে ঢেলে সাজানোর উদ্দেশ্যে বিভাগীয় শাস্তি প্রদানের এই পদক্ষেপ চলমান থাকবে। আইন অমান্য করে কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বরিশাল পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় আইনানুযায়ী জড়িতদের শাস্তি দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনীতে জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিতে এই কার্যক্রম চলমান থাকবে।

বরিশাল নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত হলে বা সম্ভাবনা থাকলে ওই বিষয়ে বিভাগীয় মামলা দায়ের হয়। মামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত করতে পারলে অভিযুক্ত পুলিশ সদস্য খালাস পাবেন। নয়তো তাকে আইনানুযায়ী দণ্ড ভোগ করতে হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।