• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জাহাজে হত্যাকাণ্ডের শিকার মামা-ভাগ্নের বাড়ি ফরিদপুরে

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ ৮:৫৫

জাহাজে হত্যাকাণ্ডের শিকার মামা-ভাগ্নের বাড়ি ফরিদপুরে

অনলাইন ডেস্ক : চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা খালের মুখে নোঙর করা এমভি আল-বাখেরা জাহাজে হত্যার শিকার ৭ জনের মধ্যে দুজনের বাড়ি ফরিদপুরে। নিহত এই দুজন সম্পর্কে মামা ও ভাগ্নে।

তারা উভয়েই ফরিদপুর সদর উপজেলার গেরদা ইাউনিয়নের জোয়ারের মোড় এলাকার বাসিন্দা।

এদের মধ্যে একজনের নাম গোলাম কিবরিয়া (৬৫)। তিনি জোয়ারের মোড় এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। গোলাম কিবরিয়া ওই জাহাজের মাস্টার ছিলেন।

আরও পড়ুনঃ  মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!

নিহত অপর জন গোলাম কিবরিয়ার ভাগ্নে সবুজ শেখ (২৬)। তিনি ওই জাহাজের লস্কর হিসেবে কমর্রত ছিলেন।

গোলাম কিবরিয়া চার ভাই ও এক বোনের মধ্যে বড়। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। অপরদিকে সবুজ শেখের ছয় ভাই ও চার বোন। ভাইদের মধ্যে তিনি চতুর্থ।

আরও পড়ুনঃ  ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

নিহত সবুজ শেখের ভাই ফারুখ শেখ জানান, এক মাস আগে গোলাম কিবরিয়া ও সবুজ শেখ বাড়ি থেকে বের হন। সোমবার বিকালে তারা তাদের মৃত্যুর ঘটনা জানতে পারেন।

আরও পড়ুনঃ  পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত

তিনি বলেন, আমরা জানিনা কিভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে। পরিবারের সদস্যরা লাশের খোঁজ নিতে চাঁদপুরে গেছে।

এদিকে নিহত গোলাম কিবরীয়ার আরেক ভাগ্নে জাকারিয়া বলেন, মৃত্যুর সংবাদ শুনে আমাদের আত্মীয় স্বজন ও এলাকার মেম্বার চাঁদপুরে গেছেন। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ সংবাদ

৬০ বছরের রেকর্ডভাঙা শীতল দিন দেখল কুয়েত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:৪৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675