ঢাকাWednesday , 25 December 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

মদের বোতল নিয়ে বিতর্কের মুখে ‘মা’ সিরিয়ালের সেই ঝিলিক

subadmin
December 25, 2024 7:51 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতীয় বাংলা টেলিভিশনে ‘মা’ সিরিয়ালের কথা নিশ্চয়ই মনে আছেন অনেকের। সিরিয়ালে এক অসহায় সন্তান ঝিলিকের চরিত্র সে সময় ব্যাপকভাবে দর্শকের মন কাড়ে, তৈরি হয় সে চরিত্র নিয়ে দর্শকমনে এক আবেগের জায়গা।

ঝিলিকের চরিত্রটি তখন শিশুশিল্পী হিসেবে ফুটিয়ে তুলেছিলেন তিথি বসু। কিন্তু তাতে কি, দর্শকের কাছে তার পরিচিতি সেই ঝিলিক হিসেবেই। তখনকার সেই ছোট্ট ঝিলিক দর্শকের চোখের আড়ালে কবে বড় হয়ে গেছেন তা অনেকেই টের পাননি।

সামাজিক মাধ্যমে নিয়মিত সরব থাকেন তিথি। রয়েছে তার লাখো অনুরাগী সংখ্যা। তাদের মাঝে কখনো বিভিন্ন সাজ-ভূষায় মেলে ধরেন নিজেকে; কখনো সাহসী অবতারেও মেলে ধরেন। কিন্তু এবার এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন, যাতে রীতিমতো বিতর্কের মাঝে পড়েছেন ঝিলিক খ্যাত এই অভিনেত্রী।

সড্যই জীবনের ২৪ বসন্ত পার করলেন তিথি। আর এই জন্মদিবস ঘিরেই যত বিতর্ক! বিষয়টি খুলে বললে, সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ভাগ করে নেন তিথি। তাতে দেখা যায়, জন্মদিনের সেলিব্রেশনে মদের বোতলে চুমু খাচ্ছেন তিনি। আরেক হাতে জন্মদিনের কেক।

তিথির সেই পোস্টের মন্তব্য ঘরে রীতিমতো ছি-ছি করতে থাকে লোকজন। এক নেটিজেন লেখেন, ‘এটা কি নারী-স্বাধীনতা?’ অপর একজন লেখেন, ‘বাঙালি সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে?’ যদিও এসব কোনো মন্তব্যের জবাব দেননি তিথি।

অতীতে নাকি পর্নস্টার তকমাও পেয়েছেন তিথি। একবার এমন কটাক্ষ নিয়ে তিথি বলেছিলেন, ‘ছোটবেলা থেকে আমি এত ভার্বাল অ্যাবিউজের শিকার হয়েছি, এত ট্রোলিং এর শিকার হয়েছি, কিন্তু লজ্জাটা কার? যে অপমানিত হচ্ছে তার নাকি যে অপমান করছে তার?’

পোশাক নিয়েও কোনো ছুঁতমার্গ নেই তিথির। অভিনয় এখন তাকে সেভাবে টানেও না। বরং সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েনসার হিসেবেই নিজের ক্যারিয়ার সাজাচ্ছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।