• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিমানের চাকা রাখার স্থানে মিলল নিথর দেহ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ ৪:৩৯

বিমানের চাকা রাখার স্থানে মিলল নিথর দেহ

অনলাইন ডেস্ক : হাওয়াইয়ের মাউই দ্বীপে অবতরণের পর ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের চাকা রাখার স্থানে মরদেহ পাওয়া গেছে। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) এই তথ্য জানায় বিমান সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় হাওয়াইয়ে আসে বিমানটি। এরপর এটির সামনের চাকা (ল্যান্ডিং গিয়ার) রাখার জায়গায় মরদেহটি দেখতে পান কর্মীরা।

আরও পড়ুনঃ  ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলা হয়নি, দাবি জেলেনস্কির

কীভাবে সেখানে মৃত ব্যক্তি অবস্থান নিয়েছিলেন সেটি এখন তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইউনাইটেড এয়ারলাইন্স। বিমানের যে স্থানটিতে মরদেহ পাওয়া গেছে সেখানকার তাপমাত্রা -৫০ থেকে -৬০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। এছাড়া সেখানে কোনো ধরনের অক্সিজেন থাকে না। এতে অক্সিজেনের অভাবে দমবন্ধ হয়ে মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  পৃথিবীতে ফিরে এসে যেসব সমস্যায় পড়বেন আটকে পড়া দুই নভোচারী

মূলত বৈধ কাগজপত্র বিহীন ব্যক্তিরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এমন ঝুঁকি নিয়ে থাকেন। তবে যারা এমন চেষ্টা চালান তাদের বেশিরভাগকেই করুণ মৃত্যু বরণ করতে হয়। তবে ভাগ্য ভালো থাকলে কেউ কেউ বেঁচেও যান।

আরও পড়ুনঃ  কেনেডি হত্যাকাণ্ডের ৮০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করছেন ট্রাম্প

২০২২ সালের জানুয়ারিতে এমনই ঘটনায় এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছিল। তিনি আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমসটারডামগামী বিমানের চাকা রাখার স্থানে বসে পড়েন। তবে যখন তাকে উদ্ধার করা হয় তখন তার অবস্থা বেশ শোচনীয় ছিল।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675