• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নর্থ সাউথ ইউনিভার্সিটিকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ ৪:৫৪

নর্থ সাউথ ইউনিভার্সিটিকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দেবে ব্র্যাক ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তি : নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আধুনিক ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সুবিধা দিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির সাথে একটি কৌশলগত চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ হবে, যা বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকায়নেও ভূমিকা রাখবে।
এই উদ্ভাবনী চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ইউনিভার্সাল কালেকশন প্ল্যাটফর্মের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটির টিউশন ফি কালেকশন প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করবে। ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কাজে লাগিয়ে এটি বাস্তবায়ন করা হবে।
এই অত্যাধুনিক সল্যুশনটির ফলে শিক্ষার্থী এবং অভিভাবকরা এখন অনায়াসেই ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চে টিউশন ফি জমা দিতে পারবেন, যা তাঁদের নির্বিঘ্ন এবং ঝামেলাহীন ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দেবে।
এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্মের ওপরও চাপ কমবে। প্রতিষ্ঠানটি লেনদেনের রিয়েল-টাইম আপডেট পাবে, যা তাদের আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নির্ভুলতা বৃদ্ধির পাশাপাশি রিকনসিলিয়েশন সুবিধাও প্রদান করবে।
১১ ডিসেম্বর ২০২৪ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের ইউনিট হেড মোহাম্মদ আরিফ চৌধুরী, হেড অব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ সিস্টেমস মুনতাসির রহমান এবং ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের হেড অব প্রোডাক্ট জিয়া সাজিদ।
এই উদ্যোগটি কর্পোরেট এবং ইনস্টিটিউশনাল ব্যাংকিং ল্যান্ডস্কেপ ট্রান্সফরমেশন-যাত্রায় গ্রাহকদের উদ্ভাবনী সেবা দেওয়ার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
ব্র্যাক ব্যাংক পিএলসি.:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি. ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৬২টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১১৫টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। আঠারো লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৩ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675