• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

স্মিথের রেকর্ড সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪

প্রকাশ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ ৪:০৫

স্মিথের রেকর্ড সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৪৭৪

অনলাইন ডেস্ক : টপ অর্ডার ব্যাটাররা দুর্দান্ত শুরু করেছিলেন। বিশেষ করে অভিষিক্ত স্যাম কন্সটাস। এই তরুণের সঙ্গে ওপেন করতে নামা উসমান খাজা ও তিনে নামা মার্নাস ল্যাবুশেন, টপ অর্ডারের এই তিন ব্যাটারই ফিফটি পেয়েছেন। আর চারে নেমে সেঞ্চুরি করেছেন স্টিভেন স্মিথ। তবে মিডল অর্ডার ব্যাটাররা সুবিধা করতে পারেননি। তাতে ৫০০ ছোঁয়ার আগেই থেমেছে অস্ট্রেলিয়া।

মেলবোর্নে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন স্মিথ।

আরও পড়ুনঃ  জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশি ওপেনার

৬ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। আজকের দিনে আর ১৬৩ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৪ উইকেট। তবে এই রানের মধ্যেই সবচেয়ে বড় অবদান স্মিথের। আগের দিনই ফিফটি পেয়েছিলেন তিনি।

আজ সকালে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেছেন স্মিথ। সেঞ্চুরি ছুঁয়েছেন ১৬৭ বলে। আজকের সেঞ্চুরিটি তার ক্যারিয়ারের ৩৪তম। আর ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরি। যা দেশটির বিপক্ষে সবচেয়ে বেশি তিন অঙ্কের ইনিংসের রেকর্ড।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় ৩ জন গ্রেফতার

এত দিন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের। ইংলিশ এই ব্যাটার ভারতের বিপক্ষে ৫৩ ইনিংসে ১০টি সেঞ্চুরি পেয়েছেন। এবার রুটকে ছাড়িয়ে গেছেন স্মিথ, সেটাও মাত্র ৪৩ ইনিংসেই।

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

এদিন স্মিথকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্যাট কামিন্স। ৬৩ বলে ৪৯ রান এসেছে তার ব্যাট থেকে। তাছাড়া ১৫ রান করেছেন মিচেল স্টার্ক ও ১৩ রান করেছেন নাথান লায়ন।

ভারতের হয়ে ৯৯ রানে ৪ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ। তাছাড়া রবীন্দ্র জাদেজা ৩টি, আকাশ দীপ ২টি ও ওয়াশিংটন সুন্দর একটি উইকেট পেয়েছেন।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675