সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম দুখুর চাচা মোঃ ইউনুছ আলী (৮০) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক মো. সামাদ খান এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসস্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আজ শনিবার (২৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বার্ধক্য জনিত কারণে শিরোইল নিজ বাসভবনে দুখুর চাচা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার বাদ আছর শিরোইল জামে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গোরহাঙ্গা (রেলগেট) গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।