• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বৈধ নথি ছাড়া দিল্লিতে বসবাস, ৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ৬:১৮

বৈধ নথি ছাড়া দিল্লিতে বসবাস, ৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৮ বাংলাদেশিকে আটক করা হয়েছে। বৈধ নথিপত্র ছাড়াই বসবাসের অভিযোগে দিল্লি পুলিশ তাদের আটক করে এবং পরে এফআরআরও অফিসের মাধ্যমে তাদের ফেরত পাঠিয়েছে।

মূলত অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশিদের খুঁজতে সম্প্রতি মাঠে নেমেছে দিল্লি প্রশাসন। রোববার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

দিল্লি পুলিশ জানিয়েছে, কোনও বৈধ নথি ছাড়াই জাতীয় রাজধানীতে বসবাসকারী আটজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে চিহ্নিত করার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে নির্বাসিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  লাতিন আমেরিকা কোনও দেশের ‘উঠোন নয়’, হুঁশিয়ারি চীনের

রাজধানী দিল্লিতে বাংলাদেশি নাগরিকসহ অবৈধভাবে অভিবাসীদের থাকার বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগ রোধে দিল্লি পুলিশ সম্প্রতি দক্ষিণ-পশ্চিম জেলাজুড়ে পরিচয় যাচাই-বাছাইকরণ অভিযান এবং যৌথ পরিদর্শনসহ একাধিক অভিযান পরিচালনা করছে।

ইন্ডিয়া টুডে বলছে, দক্ষিণ-পশ্চিম দিল্লি পুলিশের জারি করা এটিই প্রথম কোনও আনুষ্ঠানিক নির্বাসন আদেশ। শহরে অননুমোদিত এবং অবৈধ অভিবাসীদের শনাক্ত এবং নির্বাসনে পাঠাতে বিশেষ অভিযান শুরু করা হবে বলে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সচিবালয় ঘোষণা দেওয়ার দুই সপ্তাহ পরে এই পদক্ষেপ সামনে এলো।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিশেষ করে গত আগস্টে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশি অভিবাসীদের “ব্যাপক ঢেউ” মোকাবিলায় স্থানীয় থানা এবং বিশেষ ইউনিটের কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ দলকে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালানোর জন্য এবং তথ্য সংগ্রহের জন্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ  মিয়ানমারে জান্তার নির্বিচার বিমান হামলা, ১০ দিনে নিহত ৫৩ বেসামরিক

পরিচয় যাচাই-বাছাইকরণের অভিযান চলাকালীন ডোর-টু-ডোর গিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয় এবং এসময় প্রায় ৪০০ পরিবারের তথ্য যাচাই এবং তাদের নথি সংগ্রহ করা হয়েছিল। এমনকি যাচাইকরণের অংশ হিসেবে বিভিন্ন নথি পশ্চিমবঙ্গে তাদের নিজ নিজ ঠিকানায় যাচাইয়ের জন্যও পাঠানো হয়েছিল। সন্দেহভাজনদের তথ্য ম্যানুয়ালি যাচাইয়ের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে এবং তাদের পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  নিউইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইটে নিরাপত্তা হুমকি, নামানো হলো রোমে

অভিযানের সময় আট বাংলাদেশী নাগরিককে শনাক্ত ও গ্রেপ্তার করা হয় এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) মাধ্যমে বহিষ্কার করা হয়। নির্বাসিতদের মধ্যে বাংলাদেশি নাগরিক সামসুল শেখ স্বীকার করেছেন, ঢাকায় তার বাসা ছিল এবং ঘন বনের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর ভারতে কিছুদিন থাকার পর তিনি আবারও বাংলাদেশে ফিরে যান এবং স্ত্রী পরিনা বেগমকে তাদের ছয় সন্তানসহ ভারতে নিয়ে আসেন।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, তারা বাংলাদেশি এবং সন্দেহ এড়াতে তারা তাদের বাংলাদেশি আইডি ধ্বংস করে ফেলে।

সর্বশেষ সংবাদ

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:১২
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:১২
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675