• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিধ্বস্তের এক মিনিট আগে ‘মেডে’ কল করেছিলেন পাইলট

প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ৬:৪৬

বিধ্বস্তের এক মিনিট আগে ‘মেডে’ কল করেছিলেন পাইলট

অনলাইন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিমান সংস্থা জেজু এয়ারের উড়োজাহাজটি বিধ্বস্তের মাত্র এক মিনিট আগেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে ‘মেডে’ কল করেছিলেন। উড়োজাহাজে যাত্রীদের প্রাণহানির আশঙ্কা তৈরি হলে পাইলটরা সাধারণত কন্ট্রোল টাওয়ারে এই ধরনের কল করে জরুরি অবতরণের অনুমতি চান।

রোববার দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ উড়োজাহাজে পাখি আঘাত করেছে বলে কন্ট্রোল টাওয়ার থেকে সতর্কতা জারি করার পরপরই পাইলটরা মেডে ঘোষণা করেন। এর এক মিনিটের মধ্যে উড়োজাহাজটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের দুর্ভাগ্যজনক চেষ্টা করে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

ফ্লাইটটি কোনও পাখিকে আঘাত করেছিল কি না, সেটি নির্দিষ্ট করে বলতে পারেননি এই কর্মকর্তা। তবে উড়োজাহাজের ব্ল্যাক বক্স সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশটির ভূমি মন্ত্রণালয় বলেছে, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজে দুই থাই নাগরিকসহ ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। স্থানীয় সময় সকাল ৯টার দিকে উড়োজাহাজটি অবতরণের সময় রানওয়েতে ছিটকে পরে একটি প্রাচীরে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। উড়োজাহাজের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনাস্থল থেকে দু’জনকে জীবিত উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে, আশা ট্রাম্পের

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে উড়োজাহাজটিতে একটি পাখি আঘাত করেছে বলে সতর্কতা জারির প্রায় তিন মিনিটের মধ্যে আবারও অবতরণের চেষ্টা করে। বিধ্বস্তের এক মিনিট আগে উড়োজাহাজের পাইলটরা মেডে কল করেন।

বিমানবন্দরের রানওয়ে অত্যন্ত ছোট হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ভিডিওতে দেখা যাচ্ছে, উড়োজাহাজটি টারমাক থেকে নেমে আসছে এবং একটি দেয়ালে আঘাত করছে। যে কারণে রানওয়ে ছোট হওয়ায় দুর্ঘটনাটি ঘটেনি বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ  লাতিন আমেরিকা কোনও দেশের ‘উঠোন নয়’, হুঁশিয়ারি চীনের

তিনি বলেন, মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ হাজার ৮০০ মিটার দীর্ঘ। দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজের আকারের মতো একই ধরনের উড়োজাহাজ সেখানে অবতরণ করেছে। সেসব উড়োজাহাজে কোনও ধরনের সমস্যা হয়নি।

মুয়ান ফায়ার স্টেশনের প্রধান কর্মকর্তা লি জিয়ং-হিউন এক ব্রিফিংয়ে বলেছেন, বৈরী আবহাওয়ার পাশাপাশি একটি পাখির আঘাতের কারণে উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘‘তবে যৌথ তদন্ত শেষে উড়োজাহাজ বিধ্বস্তের সঠিক কারণ ঘোষণা করা হবে।’’

সর্বশেষ সংবাদ

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:১২
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:১২
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675