• ঢাকা, বাংলাদেশ
  • ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে নিরাপত্তা প্রহরীকে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি

প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:২২

নাটোরে নিরাপত্তা প্রহরীকে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনিডাংগার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে গুরুমশৈল বিলে সহিরউদ্দিন মোল্লার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে যান চোর চক্রের সদস্যরা। এ সময় তাঁরা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করেন। তবু প্রহরী বাধা দিলে তাঁকে পোলের সঙ্গে বেঁধে রাখে চক্রটি। পরে রোববার সকালে প্রহরীকে বাঁধা অবস্থায় দেখে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুনঃ  ভারতের সাথে প্রভুত্ব দাসত্ব সম্পর্ক দেখতে চায় না বাংলাদেশ : শহিদুল ইসলাম বাবুল

গভীর নলকূপের মালিক সহিরউদ্দিনের ছেলে মেমন বলেন, ‘ট্রান্সফরমার চুরি ঠেকাতে কাঁটার বেড়া দিয়েছি। আবার পাহারাদার রেখেছি। ইতিপূর্বে এই বিল থেকে সাতটিসহ উপজেলার ২৮টি শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। এভাবে যদি চুরি হতে থাকে, তাহলে সেচের কাজ করব কেমন করে?’

আরও পড়ুনঃ  ফরিদপুরে বাস খাদে পড়ে নিহত ৬ আহত ৩০

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675