• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এবার কানাডায় ত্রুটিপূর্ণ অবতরণের সময় ফ্লাইটে আগুন

প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ৪:৩৯

এবার কানাডায় ত্রুটিপূর্ণ অবতরণের সময় ফ্লাইটে আগুন

অনলাইন ডেস্ক : উত্তর আমেরিকার দেশ কানাডায় ত্রুটিপূর্ণ অবতরণের সময় একটি ফ্লাইটে আগুনের ঘটনা ঘটেছে। কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার একটি ফ্লাইট দেশটির বিমানবন্দরে জরুরি অবতরণের সময় ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে এটি একপাশে কাত হয়ে যায় এবং ইঞ্জিনে আগুন ধরে যায়।

যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি এবং যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় সাময়িকভাবে বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সোমবার (৩০ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি ও আনাদোলু।

আরও পড়ুনঃ  ২ ফিলিস্তিনি শিশুকে পেছন থেকে গুলি করে হত্যা করল ইসরায়েল

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে এয়ার কানাডার একটি ফ্লাইট তার ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে দেশটির হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

সেন্ট জন’স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হওয়া এয়ার কানাডার ২২৫৯ ফ্লাইটটি অবতরণের সময় সমস্যার মুখে পড়ে এবং ল্যান্ডিং গিয়ার সমস্যার কারণে বিমানটি কাত হয়ে যায় এবং ইঞ্জিনে আগুন ধরে যায়। অবশ্য এই ঘটনার পরপরই ফ্লাইটের আরোহী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ক্রুরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আরোহীদের নিরাপদে উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘সংকটজনক’: ভ্যাটিকান

নিকি ভ্যালেন্টাইন নামে এক যাত্রী সিবিসি নিউজকে জানান, অবতরণের সময় প্লেনের একটি টায়ার ঠিকমতো কাজ করেনি।

ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে সেটি ফ্লাইটের আরোহী কোনও যাত্রীই ক্যামেরাবন্দি করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, রানওয়ে ধরে দ্রুত গতিতে ছুটে চলেছে বিমানটি। আচমকা সেটি কাত হয়ে গেল একদিকে। তাতে বিমানের ডানাটির সঙ্গে রানওয়ের ঘষা লাগে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ডানায়। সেই অবস্থাতেই দ্রুত ছুটে চলে বিমানটি।

সংবাদমাধ্যম বলছে, দুর্ঘটনাগ্রস্থ বিমানটির বয়স প্রায় ২৪ বছর। প্রাট ও হুইটনে ইঞ্জিন রয়েছে বিমানটিতে। এয়ার কানাডার সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় ওই ফ্লাইটটি পরিচালনা করছিল পাল এয়ারলাইন্স। এটি পূর্ব কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা। নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডরের সেন্ট জন্স আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্থাটির সদর দপ্তর অবস্থিত।

আরও পড়ুনঃ  তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় : ট্রাম্প

এদিকে এই ঘটনায় ফ্লাইটের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি, আঞ্চলিক বিমানবন্দরে জরুরি অবতরণের প্রক্রিয়া নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ল্যান্ডিং গিয়ারে কী সমস্যা হয়েছির, জরুরি ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হবে।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675