স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম. আবু ফয়েজ ও সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন আহ্বায়ক কমিটিতে রাবি আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ আহ্বায়ক এবং মারিশা রহমান সদস্য সচিব মনোনিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সালসাবিল, যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সাবিহা আলম মুন্নী, হুমায়ুন কবির, আমিরুল ইসলাম আমির, মোহাম্মদ আলী আকন্দ, মো. গোলাম আযম সিয়াম, নাফিউল ইসলাম, নাঈম মিয়া, জহিরুল মিয়া, মো. আশিক, মির্জা আলমগীর, হাবিবুর রহমান, মো. ময়নুল ইসলাম বিপ্লব, মো. সোহাগ সরকার ও আজিম।
এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন- তাওহীদ ইকবাল, মেহেদী হাসান সিয়াম, আব্দুল্লাহ ফাহাদ, মো. আসিফ আল মাহমুদ, আরফান হোসেন আরিফ, আতিকুর রহমান, মো. রাজিন সালেহ, মো. মাহরুফ ইসলাম, মো. মাহরুফ ইসলাম মাহিম, সোহানুর রহমান ও মো. খালিদ।
সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম- কেন্দ্রীয় সংসদের আহবায়ক এম. আবু ফয়েজ এবং সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) এর সিদ্ধান্ত মোতাবেক উল্লেখিত প্রতিষ্ঠান বা, ইউনিটের আইনের ছাত্র-ছাত্রীদেরকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করতে নতুন সদস্য সংগ্রহ এবং উক্ত ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এই আহবায়ক কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন কমিটির আহ্বায়ক আবু সাঈদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এম. আবু ফয়েজ ও সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে সম্পাদনে আমরা বদ্ধপরিকর।
আইন ছাত্র ফোরাম জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সাংগঠনিকভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদের বার্তা পৌঁছে দিবে, দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি আইনী সচেতনামূলক বিভিন্ন কাজের মাধ্যমে রাবি আইন ছাত্র ফোরামকে বাংলাদেশের অন্যতম সেরা ইউনিট হিসেবে দাঁড় করাতে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।