• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

প্রকাশ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ১২:২৬

রাজশাহীতে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আট বছর ১০ মাস ২৭ দিন পর দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (১৭ এপ্রিল) বেলা ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার। আবহাওয়া অফিসের হিসাবে, এটি অতি তীব্র তাপপ্রবাহ।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক রাজীব খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল শুরু হয়েছিল ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপর দুপুর ১টায় তাপমাত্রা উঠে যায় ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। বেলা ৩টায় তা শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৬

এর আগে ২০১৪ সালের ২১ মে রাজশাহীতে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর চেয়ে বেশি তাপমাত্রা গত আট বছরে আর ওঠেনি। তবে ২০১৪ সালের আগে ২০০৫ সালের ২ জুন তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অফিসের হিসাবে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। আর ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যের তাপমাত্রাকে ধরা হয় মাঝারি তাপপ্রবাহ হিসেবে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১ দশমিক ৯ পর্যন্ত তীব্র তাপপ্রবাহ। আর ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তা অতি তীব্র তাপপ্রবাহ। সে অনুযায়ী সোমবার রাজশাহীর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  রাবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এই তাপপ্রবাহে কাহিল হয়ে উঠছে জনজীবন। অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে উঠছে মানুষ। তৃষ্ণার্ত হয়ে উঠেছে প্রাণিক‚ল। প্রখর রোদের তাপে ঝরে পড়ছে বাগানের গাছের আম ও লিচু। মাঠে মাঠে বোরো ধানের পাতা পুড়ে যাচ্ছে। একটু বৃষ্টির জন্য আকুল হয়ে উঠেছেন সবাই। তবে এখনও রাজশাহী অঞ্চলে বৃষ্টির সুসংবাদ দিতে পারছে না আবহাওয়া দপ্তর।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই : রাজশাহীতে আইন উপদেষ্টা

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। খুলনা, ঢাকা, রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ সংবাদ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনের যাবজ্জীবন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১৬
রমজান শুরু কবে, কোন অঞ্চলে কখন দেখা যাবে চাঁদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675