• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারায় বিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ১৫ জন আহত

প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ ১০:০২

বাগমারায় বিল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ১৫ জন আহত

হেলাল উদ্দীন, বাগমারা : শালিসকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারায় দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বাঁকীর সাধারন চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। হামলার ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক আ’লীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা আহতদের পরিবার থেকে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার (২ জানুয়ারী) বিকেল ৫ টায় উপজেলার মধ্যে। ওই ঘটনার পর থেকেই দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বিলমাললী বিলে মাছ চাষ শুরু করে এলাকার লোকজন। মাছ চাষে আ’লীগ ছাড়াও অন্যান্য দলের লোকজন অংশ গ্রহন করে। গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরই এলাকার গুটি কয়েক লোকজন বিলটি দখলে নেয়ার চেষ্টা করে। ওই গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপ’ির নেতা হাবিবুর রহমানের হস্তক্ষেপে বিলটি দখলে নিতে পারেনি প্রতিপক্ষের লোকজনেরা। মাছ চাষের সময় আ’লীগ নেতা আল মামুন ও মাহাবুবুর রহমান বাবু দায়ীত্ব পালন করেছিলেন। হিসাবরক্ষকের দায়ীত্ব পালন করেছিলেন অছিমুদ্দিন নামের এক ব্যক্তি।
মাছ ধরা হলে বিল চাষীদের সাথে স্থানীয়দের দ্ব›দ্ব শুরু হয়। ওই দ্ব›েদ্বর জেরে ইউনিয়ন ছাত্রলীরে সাবেক সাধারন সম্পাদক সোহেল শেখ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবিসহ কয়েকজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরারব লিখিত অভিযোগ দাখিল করেন। বৃহস্প্রতিবার বিকেলে ওই অভিযোগ শুনানী ও মিমাংসার দিন ধায্যছিল। ওই মিমাংসার স্থলেই ছাত্রলীগ নেতা সোহেল শেখের পক্ষ নিয়ে বিএনপি’র লোকজনের উপর হামলা চালায়। ওই সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা হলেন, গোবিন্দপাড়া ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম (২৮), বিএনপি’র কর্মী ফরহাদ হোসেন (৩০), আইনুল হক (৩৫), আসিক মাহমুদ, আ’লীগ কর্মী আয়ুব আলী (৩৮)। ঘটনার সাথে জড়িত থাকায় আ’লীক কর্মী ও ছাত্রলীগের সোহেল শেখের বড় ভাই আব্দুর রাজ্জাককে আটক করে।
গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি বলেন, সামান্য বিষয় নিয়ে আ’লীগের লোকজন বিএনপি’র কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে আহত করেছেন। এছাড়াও তারা বিলের দখল নিয়ে অন্যান্য অংশিদারদের ছাটাই করেছেন বলে অভিযোগ করেছেন। গোপনে গোপনে বিএনপি’র একটি গ্রæপ আ’লীগের লোকজনকে ইন্দন দিয়ে এই ধরনের ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে। তিনি এই ঘটনার সুষ্ট বিচার দাবী করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, বিল বিষয়ে অভিযোকারীর অভিযোগ সঠিক ছিল না। বাহিরে কি হয়েছে সেটা তিনি দেখেননি বলে জানিয়েছেন।
জানাতে চাইলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে বাগমারা থানার পুলিশ দ্রæত ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি শান্ত করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুর রাজ্জাক নামের একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  আজহারীর মাহফিলে মোবাইল হারানোর ১৩ জিডি, গয়না চুরির চেষ্টায় ৮ নারী আটক

 

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675