• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

একদিনেই ১৫ উইকেটের পতন, ভারত-অস্ট্রেলিয়া টেস্টে রোমাঞ্চের অপেক্ষা

প্রকাশ: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫ ৭:৪৬

একদিনেই ১৫ উইকেটের পতন, ভারত-অস্ট্রেলিয়া টেস্টে রোমাঞ্চের অপেক্ষা

অনলাইন ডেস্ক : চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের শুরু থেকেই জমজমাট লড়াই উপহার দিয়ে আসছে ভারত-অস্ট্রেলিয়া। শেষ টেস্টে ভারতের সামনে সিরিজ ড্র করার সুযোগ নাকি অজিদের কর্তৃত্ব, তা জানতে আর হয়তো খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না। যদিও সিডনি টেস্টে এখনও তিনদিন বাকি। তবে আজ দ্বিতীয় দিন ১৫ উইকেটের পতন ভিন্ন আভাসই দিচ্ছে। টার্গেট দেওয়ার লক্ষ্যে ভারত দ্বিতীয় দিন শেষে সংগ্রহ করেছে ৬ উইকেটে ১৪১ রান, তাদের লিড ১৪৫ রান।

আগের টেস্টগুলোর মতো পেসাররাই যে সিডনিতে রাজ করবে– সেটা পিচ রিপোর্ট দেখেই অনুমান করা যাচ্ছিল। তেমনই দেখা গেল সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দুই দিনে। প্রথমদিন ১১ এবং আজ (শনিবার) দ্বিতীয় দিন ‍উভয় দল ১৫ উইকেট হারিয়েছে। যেখানে নির্দিষ্ট করে কোনো দলকেই খুব একটা এগিয়ে রাখার সুযোগ নেই। প্রথম ইনিংসে ভারত ১৮৫ রানে গুটিয়ে যাওয়ার পর, অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ১৮১ রানে। ফলে সফরকারীরা ৪ রানের লিড পায়।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না স্বাগতিক পাকিস্তান

বেশ নাটকীয় এক দিনই দেখেছে ক্রিকেটবিশ্ব। যেখানে ভারত-অস্ট্রেলিয়ার পেসাররা চিত্রনাট্য লিখেছেন। এরই মাঝে আবার সফরকারীদের দুশ্চিন্তা বাড়িয়েছে প্রধান পেসার ও এই ম্যাচের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ’র ইনজুরি। যাকে দিনের উল্লেখযোগ্য সময় পায়নি ভারত। তবে তাদের খুব একটা সংকটে পড়তে হয়নি। ১ উইকেটে ৯ রান নিয়ে গতকাল প্রথমদিন শেষ করেছিল প্যাট কামিন্সের দল। আজ দ্বিতীয় দিন তারা ভারতকে অনুসরণ করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে।

অজিদের হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে বুমরাহ’র লড়াইটা জমতে পারে মনে হচ্ছিল। আজও কনস্টাসকে স্কুপ শটে বাউন্ডারি খেলেছেন এই পেসারের বলে। তবে তাকে ২৩ রানেই থামিয়ে দেন মোহাম্মদ সিরাজ। বুমরাহ’র অনুপস্থিতিতে সিরাজ-নিতীশ ও প্রসিধ কৃষ্ণারা পথ দেখিয়েছেন ভারতকে। অন্যদিকে, অজি টপঅর্ডার মার্নাস লাবুশেন (২) ও ট্রাভিস হেডরা (২) ব্যাট হাতে খুব দ্রুতই ফিরেছেন। ফলে অভিষিক্ত অলরাউন্ডার ব্যু ওয়েবস্টার ফিফটি না পেলে বিপর্যয় আরও বড় হতো অজিদের।

আরও পড়ুনঃ  বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় ৩ জন গ্রেফতার

ওয়েবস্টার ১০৫ বলে ৫টি চারে ৫৭ এবং অভিজ্ঞ স্টিভেন স্মিথ ৫৭ বলে খেলেন ৩৩ রানের ইনিংস। এ ছাড়া অ্যালেক্স ক্যারি ২১ এবং কামিন্সের ১০ রানই স্বাগতিকদের টেনেটুনে ভারতীয় পুঁজির পথে নিয়ে যায়। তবে ৪ রানে পিছিয়ে থেকেই থামে তাদের প্রথম ইনিংস। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। এ ছাড়া বুমরাহ ও নিতীশ রেড্ডি ২টি করে উইকেট শিকার করেন।

ম্যাচে ভারত লিড নিতে পারবে–এমন কথা হয়তো অজিদের ব্যাটিং শুরুর আগে তারাও বিশ্বাস করত না। তবে সেটি সম্ভব হয়েছে বোলারদের কল্যাণে। এবার ব্যাট হাতে কোহলি-পান্তদের বড় লক্ষ্য দেওয়ার পালা। তবে যশস্বী জয়সওয়াল ঝোড়ো শুরুর আভাস দিয়ে ২২ রানে ফিরতেই সেই স্বপ্নে প্রথম আঘাত লাগে। লোকেশ রাহুল তার আগেই আউট হয়ে যান ব্যক্তিগত ১৩ রানে। শুভমান গিল (১৩) ও বিরাট কোহলিও (৬) যথারীতি বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। দলীয় ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে সফরকারীরা আবারও বিপর্যয়ের শঙ্কায় পড়ে যায়।

আরও পড়ুনঃ  হৃদয়ের চোট নিয়ে যা জানা গেল

ঝোড়ো ইনিংসে তাদের সেই গর্ত থেকে টেনে তোলেন ঋষভ পান্ত। সাম্প্রতিক সময়ে নিজের স্বভাবসুলভ ছন্দের অভাব দেখানো এই উইকেটরক্ষক ব্যাটার আজ ধরা দিলেন পুরোনো মেজাজেই। কব্জির মোচড়ে ফিফটি পূর্ণ করেন মাত্র ২৯ বলে। যদিও এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৩ বলে ৬ চার ৪ ছক্কায় ৬১ রানে থামে তার ইনিংস। ভাঙে পান্ত-জাদেজার ৪৬ রানের জুটি। দিন শেষে জাদেজা ৮ ও ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত আছেন। অজিদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট গেছে স্কট বোল্যান্ডের পকেটে।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675