• ঢাকা, বাংলাদেশ
  • ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে

প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ ২:১৩

১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি : গত ৪ আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে করাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বেলা ৩টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে দুজন হত্যার ঘটনায় ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট এনায়েতপুর থানায় হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নগরীতে আহলেহাদীছ আন্দোলনের বিক্ষোভ

এদিকে আওয়ামী লীগের সাবেক সভাপতি লতিফ বিশ্বাসকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী লতিফ বিশ্বাস আটক, বাড়িতে অভিযানসাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী লতিফ বিশ্বাস আটক, বাড়িতে অভিযান

উল্লেখ্য, শনিবার (৪ জানুয়ারি) রাতে এনায়েতপুর খাজা ইউনুস আলী দরবার শরিফের ১১০তম ওরসে গেলে ১ নম্বর গেটে আব্দুল লতিফ বিশ্বাসের গাড়ি আটকে দেয় স্থানীয় লোকজন। এ সময় ইটপাটকেল ছোড়া হলে তাঁর গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। পরে দরবার শরিফের নিরাপত্তা প্রহরী তাঁকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি বাড়ি ফেরেন।

সর্বশেষ সংবাদ

মার্কিন পণ্যে পাল্টা শুল্ক স্থগিত করল ইইউ
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫ ৩:০৯
বিচ্ছেদ হলো শ্রাবন্তীর
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫ ৩:০৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675