• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিপিএল : সিলেট স্টেডিয়াম হাউজফুল

প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ ৬:১৭

বিপিএল : সিলেট স্টেডিয়াম হাউজফুল

স্টাফ রিপোর্টার : বরাবরের মতো এবারও বিপিএলের সিলেট পর্বের প্রথম খেলাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শকপূর্ণতা পেয়েছে। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের প্রথম ম্যাচে গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

সোমবার সকাল থেকেই টিকিট কেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতে শুরু করেন দর্শকরা। বেলা গড়ানোর সাথে সাথে প্রতিটি গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকের ব্যাপক উপস্থিতিতে।

সিলেটের কানাইঘাট উপজেলা থেকে খেলা দেখতে আসা জিহান আহমদ জানান, প্রিয় দল সিলেটকে সমর্থন করতে বন্ধুবান্ধব নিয়ে সেই সকাল বেলা কানাইঘাট থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছিলাম। গতকাল সিলেটের এক আত্মীয়ের মাধ্যমে ছয়টি টিকিট কেটে রেখেছিলাম। মাঠে ঢুকতে একটু কষ্ট হয়েছে। কারণ দর্শকদের অনেক লম্বা লাইন ছিল। এসব কিছুর পরেও সিলেট টিমের জন্য শুভকামনা।

আরও পড়ুনঃ  জাবি ফুটসাল টুর্নামেন্টে সানোয়ার-মুকুলদের ইতিহাস চ্যাম্পিয়ন

খেলা দেখতে আসা সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা জাবেদ চৌধুরী এমরান বলেন, সিলেটের মাঠে সবসময় গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকে। জাতীয় কিংবা আন্তর্জাতিক যেকোনো খেলায় সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা আনন্দের সাথে খেলা উপভোগ করেন। এখানে আরও বেশ বেশি খেলা হবে সেই প্রত্যাশা করি। বরাবরের মতো ক্রিকেট সংশ্লিষ্টরা প্রচার প্রচারণা কম করেন। এটি যেন বাড়ানো হয়।

আরও পড়ুনঃ  ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

এদিকে খেলা শুরু হওয়ার আগ থেকেই মাঠ ও মাঠের আশেপাশে খেলোয়াড়, দর্শক ও ক্রীড়া সংশ্লিষ্টদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছিল আইনশৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনী। ঢাকা পর্বে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুর স্টেডিয়ামের টিকিট কাউন্টার ও বুথ ভাঙচুর করেছিল। যদিও এখন পর্যন্ত সিলেট পর্বে এই ধরণের কোনো বিষয় চোখে পরিলক্ষিত হয়নি।

আরও পড়ুনঃ  দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক বাংলাদেশের চপল

সার্বিক নিরাপত্তার বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, আমরা খেলোয়াড়, খেলা সংশ্লিষ্টদের এবং দর্শকদের নিরাপত্তায় কাজ করছি। মাঠ ও মাঠের আশেপাশে, টিম হোটেলে আমাদের পুলিশ সদস্যরা সাদা পোশাক ও পুলিশের পোশাকে নিয়োজিত আছেন। আমাদের প্রায় শতাধিক সদস্য এই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। আর সিলেটের দর্শকরা সব সময় ক্রীড়াপ্রেমী। এখন পর্যন্ত মাঠের কিংবা আশেপাশে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।আশা করি দর্শকরা শান্তিপূর্ণভাবেই শেষ পর্যন্ত খেলা উপভোগ করবেন।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675