হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় মিটার দেখার নামে দিন-দুপুরে চুরির ঘটনা ঘটে । ঘটনাটি ঘটেছে ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকাল ১১ টার দিকে মৃত আবুল কাশেমের ছেলে গৃহ কর্তা আহাদ আলী বাড়ীতে ছিলেন না।
বাড়ীতে বসবাস করেন অসুস্থ বৃদ্ধ মাতা। অজ্ঞাত দুই যুবক পালসার মোটর সাইকেল যোগে মিটার রিডিং এর নামে বাড়ীতে প্রবেশ করে। এর পর তারা বাড়ীতে রক্ষিত চার ভরি সোনার গহনা এবং নগদ ১ লক্ষ ৫০ হাজার চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাগমারা থানা পুলিশ।