• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নওগাঁয় বিজিবির বাধায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ ৮:৫১

নওগাঁয় বিজিবির বাধায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে সেটি বাধা দিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এ ঘটনা নিয়ে সারা দিন বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফায় আলোচনা চলেছে। সীমান্ত এলাকায় বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে বস্তাবর সীমান্ত এলাকায় জোতওসমান গ্রামের পাশে ভারত-বাংলাদেশ সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিএসএফের একটি দল সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছিল। এ সময় সেখানে তারা একটি ভেকু মেশিন নিয়ে সীমান্ত লাইনে থাকা জঙ্গল পরিষ্কার শুরু করেন। ওই এলাকার প্রায় ৬০০ গজজুড়ে কোনো সীমান্ত বেড়া নেই।

এদিকে খবর পেয়ে নওগাঁ ১৪ বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফের কাজ বন্ধ করে দেন। ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুনঃ  দীর্ঘ আট মাসেও শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কারের কাজ

বিজিবি বলছে, সীমান্ত আইন অনুযায়ী এই ধরনের স্থায়ী নির্মাণ বা স্থাপনা দুই দেশের সম্মতির ভিত্তিতে হতে হবে। বিএসএফের এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল। বিজিবির পক্ষ থেকে ইতিমধ্যে চিঠি দিয়ে বৈঠকের আহ্বান করা হয়েছে।

অন্যদিকে এ ঘটনার পর বস্তাবর সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে বিষয়টি চলছে আলোচনা সমালোচনা। বিজিবির কার্যকর পদক্ষেপে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা চান, এ ধরনের সমস্যা যেন স্থায়ীভাবে সমাধান করা হয়।

স্থানীয় বাসিন্দা মোজাফফর হোসেন বলেন, ‘আমরা প্রতিদিন সীমান্ত এলাকায় কৃষিকাজ করি। বিএসএফের এ ধরনের আচরণে আমরা সব সময় আতঙ্কে থাকি। ঘটনাস্থলে বিজিবি-বিএসএফের কয়েক দফায় আলোচনা হয়েছে।’

স্থানীয় বাসিন্দা প্রেমকী মণ্ডল বলেন, ‘হঠাৎ করে বিএসএফ সদস্যরা সকালে সেখানে ভেকু মেশিন নিয়ে এসে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জঙ্গল পরিষ্কার শুরু করেন। এ নিয়ে শুরুতে আমাদের গ্রামের সাধারণ মানুষের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হয়। তবে পরে বিজিবির পদক্ষেপ দেখে কিছুটা স্বস্তি পেয়েছি। আমরা চাই দ্রুত সব সমস্যার সমাধান হোক।’

আরও পড়ুনঃ  ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান

এ ঘটনা জানতে সরেজমিন ঘটনাস্থলে গেলে দেখা যায়, সেখানে বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনা চলছে। আর পাশেই বাংলাদেশে বসবাসকারী বাসিন্দারা অপেক্ষা করছেন। সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে স্থানীয় ক্যাম্প কমান্ডারসহ দুজন বিজিবি সদস্য চলে আসেন।

এ সময় গণমাধ্যমকর্মীরা তাঁর কাছে বিষয়টি জানতে চাইলে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং এ ঘটনা নিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে আর কোনো প্রশ্নের উত্তর দেননি।

তবে এ ব্যাপারে ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে তিনি বলেন, ‘ঘটনাস্থলে ৬০০ গজের মতো কাঁটাতারের বেড়া নেই। সেখানে হঠাৎ আজ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায় বিএসএফ। তবে এই বিষয়টি নিয়ে আমাদের আপত্তি আছে।’

আরও পড়ুনঃ  জমি পাহারার মতো ভোট কেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি আ. ম. ম নাসির উদ্দীন

তিনি বলেন, ‘বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সেখানে যেসব জঙ্গল আছে, সেগুলো পরিষ্কারের চেষ্টা করছিল। তখন বিজিবি পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। আমাদের বাধার মুখে তারা কাজ বন্ধ করে দিয়ে চলে যান। বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবে এবং প্রতিবাদ জানানো হবে। তবে বিষয়টি সমাধান না হয় ব্যাটালিয়ন পর্যায়ে বসা হবে। এখন বৈঠকের জন্য বিএসএফের উত্তরের অপেক্ষায় আমরা আছি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু বিএসএফ কাজ বন্ধ করেছে, সেহেতু এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675