অনলাইন ডেস্ক : ‘বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টি’ নাম পরিবর্তন করে ‘বাংলাদেশর সোস্যালিস্ট পার্টি’ নামে আত্মপ্রকাশ করেছে।
বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনের ফটো জার্নালিস্ট মিলনায়তনে নাম পরিবর্তন ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত সকলের সম্মতিতে বিশ্ব নাথ রায়কে আহবায়ক এবং ফারুক সিকদার ও নুর জালাল মোল্লাকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আবুল কালাম সিকদার, মনীরুজ্জামান ইউসুফ, আ. বর, মশীউর রহমান, রেজাউল করিম, জালাল আহম্মদ, জামাল মাতুব্বর, জাহিরুল ইসলাম মিলন, আবদুছ ছালাম, সফিকুর রহমান মিঠু, আবদুছ সালাম, সাধন কুমার রায়, ওয়াজেদ সরদার, শেখ আফসার উদ্দিন, মনির সিকদার, শাইদুল ইসলাম, মো. ইয়াসিন মোল্লা, মো. আল- আমিন।-ইত্তেফাক