• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বান্ধবীর সঙ্গে ঝগড়া করে বিমান থেকে ঝাপ দেওয়ার চেষ্টা যুবকের

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ ২:৫০

বান্ধবীর সঙ্গে ঝগড়া করে বিমান থেকে ঝাপ দেওয়ার চেষ্টা যুবকের

অনলাইন ডেস্ক : বান্ধবীর সঙ্গে কথাকাটি ঝগড়া হয়েছে— এ নিয়ে ক্ষিপ্ত হয়ে বিমানের জরুরি বহির্গমন দরজা খুলে লাফ দেওয়ার চেষ্টা করেছেন এক যুবক। গত ৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বোস্টন এয়ারপোর্টে জেটব্লুর একটি ফ্লাইটে ঘটে এ ঘটনা। ওই বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকটি পাশের আসনে বসা বান্ধবীর সঙ্গে ঝগড়া করছিল। এরপর সে হঠাৎ করে ওঠে গিয়ে জরুরি বহির্গমন দরজা খুলে ফেলে। বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ানে যাচ্ছিল।

আরও পড়ুনঃ  ফের যুদ্ধ বাঁধার শঙ্কা কাটল, ইসরায়েলে গেলো সঠিক মরদেহ

জেটব্লুর এক মুখপাত্র বলেছেন, এক যুবক জরুরি দরজা খুলে ফেলেন। কিন্তু তিনি বিমানের ভেতরই ছিলেন।

বোস্টনের পুলিশ বিবৃতিতে বলেছে, “উড্ডয়নের আগমূহুর্তে, এক যুবক বিমান থেকে বের হয়ে যাওয়ার চেস্টা করেন। তিনি বিমানের দরজা খুলে ফেলেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আসার আগ পর্যন্ত সহযাত্রীরা তাকে আটকে রাখেন। এরপর তাকে আটক করা হয়। পরিচয় প্রকাশ না করা ওই যুবককে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

ফ্রেড ওয়েন নামের এক যাত্রী বলেছেন, “যুবকটি তার বান্ধবীর ঠিক পাশে বসেছিল। তারা আমার পেছনে বসে ঝগড়া করছিল। সে রাগান্বিত হয়ে ওঠে দাঁড়ায় এবং জরুরি বহির্গমন দরজা খুলে ফেলে। এফবিআইয়ের সদস্যরা তাকে এসে আটকায়। এরপর পুলিশ তাকে বিমান থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বিমানটি উড্ডয়নে দেরি হয়।”

আরও পড়ুনঃ  বাংলাদেশে ২ জনের প্রতিষ্ঠানকে ২ কোটি ৯০ লাখ ডলার অনুদান : ডোনাল্ড ট্রাম্প

অন্য বিমানের এক যাত্রী জানিয়েছেন, এ ঘটনার কারণে তাদের বিমানটি অবতরণ করতে পারছিল না। ওই সময় তারা বিমানবন্দরে অনেক পুলিশ সদস্যকে দেখতে পান। তখন বিমানের জরুরি বহির্গমন দরজার স্লাইডটি খোলা ছিল।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675