• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাগমারার শুভডাঙ্গায় চেয়ারম্যান মোশারফ হোসেনের নেতৃত্বে পথসভা, ছিল না অন্যপক্ষ

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ ৮:৪৫

বাগমারার শুভডাঙ্গায় চেয়ারম্যান মোশারফ হোসেনের নেতৃত্বে পথসভা, ছিল না অন্যপক্ষ

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহী বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির দুই পক্ষ দোয়া মাহফিলের অনুষ্ঠান প্রশাসনের হস্তক্ষেপে হয়নি। এতে করে সংঘাত এড়ানো গেছে। একপক্ষ নির্দিষ্ট স্থান থেকে দূরে পথসভা করেছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন। চেয়ারম্যান মোশারফ হোসেনের কর্মসূচী পন্ড করতে একই স্থানে পাল্টা দোয়া মাহফিলের আয়োজন করে প্রচার চালান শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার। দিকে উভয় পক্ষের একই স্থানে মাহফিলের আয়োজন নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  নির্বাচনের আগে শেখ হাসিনার বিচার শুরু করতে হবে: গোলাম পরওয়ার

এদিকে উভয় পক্ষের একই স্থানে দোয়া মাহফিলের বিষয়টি প্রশাসনের নজরে আসে। থানার ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এনিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। উভয় পক্ষ নির্দিষ্ট স্থানে দোয়া মাহফিল না করার সিদ্ধান্ত নেয়। শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে পথসভা না করে চেয়ারম্যানের নেতৃত্বে পূর্ব ঘোষিত সময়ে বাইগাছা সড়কের পাশে সংক্ষিপ্ত পথসভা করেন।

পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন।
পথসভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার আজাহার আলী, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানা, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবীর, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সুমন রেজা, মিলন মন্ডল, মাস্টার আফজাল হোসেন, গোলাম মোস্তফা, জিয়াউর রহমান, বাচ্চু রহমান, ওয়ার্ড বিএনপি নেতা গিয়াস উদ্দীন, মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবদল নেতা রফিকুল ইসলাম, মহসিন আলী, ইউনিয়ন কৃষকদল নেতা আসাদুর রহমান, নাইমুল ইসলাম, মাস্টার হাবিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুনঃ  জামায়াত কারও দাবার ঘুঁটি হবে না : শফিকুর রহমান

তবে চেয়ারম্যান মোশারফ হোসেনের নেতৃত্বে পথসভা হলেও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সামা মিস্টারের পক্ষ থেকে কোন অনুষ্ঠান হয়নি।

এদিকে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলে অনুষ্ঠান না করার জন্য বলা হয়েছিল। তবে পুলিশ সর্তক অবস্থানে ছিল।

আরও পড়ুনঃ  জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, সংঘাত এড়াতে উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতা করা হয়েছে। তবে ১৪৪ ধারা জারির প্রয়োজন হয়নি।

 

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675