• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

টেন্ডারবাজি-চাঁদাবাজির জন্য আন্দোলন হয়নি: কর্মীসভায় এস এম জিলানী

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ ১১:৩৫

টেন্ডারবাজি-চাঁদাবাজির জন্য আন্দোলন হয়নি: কর্মীসভায় এস এম জিলানী

স্টাফ রিপোর্টার : সকল প্রকার অন্যায় থেকে দূরে থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘টেন্ডারবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাস করার জন্য ছাত্র-জনতা আন্দোলন করেনি। কাজেই, এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে কোনভাবেই জড়ানো যাবে না।’

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী নগরের ঐতিহাসিক ভুবনমোহন পার্কে এই কর্মীসভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দলে এখন কোকিল বেড়ে গেছে মন্তব্য করে এসএম জিলানী সমাবেশে বলেন, ‘সময়ের কোকিল অনেক হয়েছেন। আজ তারা মাঠ ভরে ফেলছে। কিন্তু ওই লোকগুলোকে ৫ আগস্টের আগে আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। এদের বের করে দেও য়া হবে না। কিন্তু প্রতিজনের আমলনামা দেখা হবে।’

জিলানী বলেন, ‘দল করতে গিয়ে যারা পতিত আওয়ামী লীগ সরকারের আমলে ভয়ানক নির্যাতনের শিকার হয়ছেন। রাতে লেবারদের সাথে মাঠে কিংবা ধানের খেতে শুয়ে থেকেছেন; যারা মামলা, হামলা ও অমানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন; তাদেরকে নেতৃত্ব দেওয়া হবে।’

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেকের সভাপতিতে ও সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমি দীপু ও সদস্য আমান উল্লাহ আমান।

আরও পড়ুনঃ  আমাদের সব অর্জনের পেছনে বিভিন্ন ধর্মের মানুষের অবদান রয়েছে : ধর্ম উপদেষ্টা

সমাবেশে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, জেলার আহ্বায়ক মাসুদুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675