• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থী নিহত

প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ ২:৩৩

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরেক শিক্ষার্থী।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো মোটরসাইকেল চালক ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪)ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)। নিহত মারুফ শেখ জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসা এবং বাঁধন ফকির খালিয়া ইউনাইটেড অ্যাকাডেমির নবম শ্রেণির ছাত্র।

আরও পড়ুনঃ  সাজেকে আগুনে পুড়ল ৯৫টি রিসোর্ট-দোকান-বসতঘর

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে একই মোটরসাইকেলে তিন বন্ধু খালিয়া হতে দুর্গাপুর বাজারের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলের অতিরিক্ত গতি থাকায় দুর্গাপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়।

আরও পড়ুনঃ  পদত্যাগ দাবিতে কুয়েট উপাচার্যের বাসভবনে তালা দিল শিক্ষার্থীরা

স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফ শেখ ও বাঁধন ফকিরকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখন আহতের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  পিলখানা হত্যাকাণ্ডে আ.লীগ সরকারের যোগসাজশ ছিল : মির্জা ফখরুল

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, দুর্ঘটনার মারুফ শেখ ও বাঁধন ফকির নামের দুজনকে হাসপাতালে আনা হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

সর্বশেষ সংবাদ

প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675