• ঢাকা, বাংলাদেশ
  • ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ ৫:১৩

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে গলায় ফাঁস লাগানো অবস্থায় বৈশাখী (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসানীর দোকান নেজামের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ইফতার ও দোয়া মাহফিল

তার স্বামী এম আর মোশাররফ হোসেন একটি ওষুধ কোম্পানিতে কর্মরত।

পারিবারিক সূত্রে জানা যায়, ৫ থেকে ৬ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ওষুধ কোম্পানিতে কাজ করার সুবাদে একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী একসঙ্গে বসবাস করতেন। মোশাররফ হোসেন মাসিক মিটিংয়ে চট্টগ্রামে গেলে স্ত্রী বৈশাখী খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় দুস্থ পরিবারের মাঝে খেলাফত মজলিস নেতারঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেশীরা জানান, সকালে দরজার বাইরে তিন বছরের ছোট্ট ছেলেকে কান্নাকাটি করতে দেখে দরজায় অনেক ডাকাডাকি করি। পরে দেখি দরজা ধাক্কা দিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলছে। এরপর জানাজানি হলে আশপাশের লোকজন এসে জড়ো হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা দেবেন রায়ের পরলোক গমন

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহত বৈশাখী খাতুনের মুঠোফোন উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ঈদের সকালে সড়কে ঝরল ৫ প্রাণ
সোমবার, মার্চ ৩১, ২০২৫ ৪:৫৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675