• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অভিবাসী পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন

প্রকাশ: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ ১০:৪৭

অভিবাসী পাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন

অনলাইন ডেস্ক : অভিবাসী পাচারে জড়িত নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে নির্দিষ্ট নিষেধাজ্ঞা ব্যবস্থা তৈরি করবে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে।

কয়েক বছর ধরে ইংলিশ চ্যানেলে ছোট নৌকায় অভিবাসীদের আগমন রোধ করার চেষ্টা করে আসছে লন্ডন। কিন্তু গত বছর চ্যানেলে অনিয়মিত অভিবাসন আবারও বাড়তে শুরু করেছে। ২০২৪ সালে মোট ৩৬ হাজার ৮১৬ জন যুক্তরাজ্যে পৌঁছেছেন; যা ২০২৩ সালের তুলনায় ২৫ শতাংশ বেশি।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

গত বছর চ্যানেল পাড়ি দিতে গিয়ে নিহত হয়েছেন অন্তত ৭৬ জন অনিয়মিত অভিবাসী। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেছেন, নতুন এই ব্যবস্থা অবৈধ অভিবাসন, যুক্তরাজ্যে অভিবাসীদের পাচার প্রতিরোধে লড়াই এবং প্রতিরোধে সহায়তা করবে।

তিনি বলেন, অভিবাসী পাচার ঠেকাতে এমন ব্যবস্থা বিশ্বে প্রথমবারের মতো নেওয়া কোনও পদক্ষেপ হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই নেটওয়ার্কগুলোকে মোকাবিলায় সাহসী এবং উদ্ভাবনী কৌশল গ্রহণের পরিকল্পনা করছেন।

আরও পড়ুনঃ  ফের যুদ্ধ বাঁধার শঙ্কা কাটল, ইসরায়েলে গেলো সঠিক মরদেহ

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলেছে, ২০২৫ সালের শেষের দিকে কার্যকর হতে যাওয়া এই নতুন ব্যবস্থার মাধ্যমে চ্যানেলে বিপজ্জনক পারাপারে জড়িত ব্যক্তি এবং চক্রগুলোকে লক্ষ্যবস্তু করা সম্ভব হবে। এছাড়া যারা অরক্ষিত মানুষদের শোষণ করে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নতুন পদক্ষেপের মাধ্যমে মানবপাচারে জড়িত চক্রগুলোর আর্থিক প্রবাহের উৎস নিয়ন্ত্রণ করতে চায় যুক্তরাজ্য। গত বছরের জুনে ক্ষমতায় আসার পর থেকে কিয়ার স্টারমার মানবপাচার নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে লড়াই জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। যাদের সাথে তিনি ‘সন্ত্রাসীদের মতো’ আচরণ করতে চান বলে উল্লেখ করেছেন।

আরও পড়ুনঃ  নিউইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইটে নিরাপত্তা হুমকি, নামানো হলো রোমে

ব্রিটিশ সরকার সীমান্ত নিরাপত্তার জন্য নিবেদিত একটি নতুন কমান্ড সেন্টার তৈরি করেছে এবং এই নেটওয়ার্কগুলোকে শনাক্ত করার জন্য ইউরোপীয় অংশীদারদের সাথে সহযোগিতা জোরদার করেছে। নতুন ব্যবস্থাগুলো নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে একটি বৈঠক অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। ইনফোমাইগ্রেন্টস।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675