স্টাফ রিপোর্টার : শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদায়) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বলেছেন, কোনো ধরনের পোষ্য কোটা থাকবে না। এ বিষয়ে আলাদা করে সিদ্ধান্তের দরকার নেই।
রোববার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘জুলাই বিপ্লব স্মরণে তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে চিত্রাংকন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পোষ্য কোটা বাতিলে মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত আছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আলাদা করে কোনো সিদ্ধান্ত নেই। এটা অসাধারণ একটা কার্যক্রম। শিক্ষার্থীরা যা করছে আমরা ওটাই চাই। কোনো ধরনের পোষ্য কোটা থাকবে না। এখানে আলাদা সিদ্ধান্তের দরকার নেই। বিশ্ববিদ্যালয়ও তাই করবে। আমাদের প্রত্যাশা, রাষ্ট্রীয়ভাবে যে কোটা সিস্টেম চালু আছে, বিশ্ববিদ্যালয় ওটাই অনুসরণ করবে। প্রতিবন্ধী বা বিশেষ গোষ্ঠীর জন্য যতটা কোটা আছে সেটুকুই কার্যকর করবে। আশা করছি সব প্রতিষ্ঠান এটা অনুসরণ করবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় একটা সংসারের মতো। তারা নিজেদের বিষয় নিজেরাই হ্যান্ডেল করবে। সংসারের অভিভাবক হচ্ছে ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলর সবাইকে নিয়ে যেটা যথাযথ সেটাই করবেন। সেখানে কম্প্রোমাইজের ব্যাপার থাকবে, সহবস্থানের ব্যাপার থাকবে। সবাইকে সংযত হতে হবে। সবাইকে দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে রুয়েটের শহীদ মিনার চত্বরে ‘জুলাই বিপ্লব স্মরণে তারুণ্যের উৎসব’ অনুষ্ঠানে বিভিন্ন চিত্রাংকন করা হয়। এছাড়া জুলাই-আগস্টে সময়ের বিভিন্ন স্থির চিত্র প্রদর্শন করা হয়। এতে রুয়েটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় রুয়েটের অধ্যাপক ড. এসএম আবদুর রাজ্জাকসহ রুয়েটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।