• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অভিষেক হয়নি ইমনের, তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারণ কী?

প্রকাশ: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ ৯:১৫

অভিষেক হয়নি ইমনের, তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারণ কী?

অনলাইন ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে এখনো জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি পারভেজ হোসেন ইমনের। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন তরুণ এই ওপেনার।

দল ঘোষণার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ইমনকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন।

লিপু বলছিলেন, ‘পারভেজ হোসেন ইমনকে নিয়ে আপনারা বলতে পারেন আহামরি কোনো পারফরম্যান্স তার নেই। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে আমরা যে জিনিসটা খুঁজছি বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, পাওয়ারপ্লেতে আগ্রাসী-ইমপ্যাক্টফুল ব্যাটিং, সে জিনিসটা তার মধ্যে আছে।’

আরও পড়ুনঃ  দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক বাংলাদেশের চপল

ব্যাকআপ হিসেবেই ডাকা হয়েছে ইমনকে, ‘যদি কোনো কারণে দুজন ওপেনারের মধ্যে তাকে থার্ড চয়েজ হিসেবে নিতে হয়, একই টেম্পোতে একই আগ্রাসনে সে ব্যাট করতে পারবে। তার যেটা আমাদের আকৃষ্ট করেছে, কখনই মনে হয়নি- এটা (দলে জায়গা পোক্ত করার) অপরচুনিটি, কিছু রান করতে হবে। দলকে জেতানোর জন্য, দলের মূল লক্ষ্য ঠিক রাখার জন্য আগ্রাসী ক্রিকেট খেলে। মুখ্য বিষয় এটাই। এত বড় গ্লোবাল টুর্নামেন্টে তাকে যদি রাখা যায়, তার ওপর আস্থা আছে। ভবিষ্যতে দীর্ঘদিন দলে কন্টিনিউ করবে এই আস্থা আছে এ কারণেই তাকে নেওয়া।’-বলেন লিপু।

আরও পড়ুনঃ  হৃদয়ের চোট নিয়ে যা জানা গেল

একাদশ বেছে নেওয়ার দায়িত্ব কোচ-অধিনায়কদের মনে করেন লিপু। বলেন, ‘একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচকরা হস্তক্ষেপ করি না। ক্যাপ্টেন এবং কোচের মতামতের মূল্যই সবচেয়ে বেশি। তারা যে খেলোয়াড়কে সবচেয়ে উপযুক্ত মনে করে তাকেই খেলায়। এ কারণেই ইমনকে হয়ত দেখতে পারেননি। দল গঠনে আমাদেরও মনে হয় এই খেলোয়াড় হয়ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। এ নিয়ে আলোচনা হয়, কেন নিচ্ছি সেই যৌক্তিকতা তুলে ধরি। জুনিয়র তামিমের এপ্রোচের সঙ্গে মিল রেখে আমরা একজনকে খুঁজেছি।’

আরও পড়ুনঃ  লিনুর আত্মজীবনী প্রকাশ, ক্রীড়াঙ্গনের স্টল নেই বইমেলায়

প্রসঙ্গত, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি ৮ দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ইতোমধ্যে অবসর নিয়ে ফেলায় তামিম ইকবাল আলোচনায় নেই। বোলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়া সাকিব আল হাসানও যে থাকছেন না সেটাও নিশ্চিত হয়ে যায় কাল রাতে। এর বাইরে পরিচিতি মুখ হিসেবে বাদ পড়েছেন লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন দাস। পেস বিভাগে চলমান দারুণ প্রতিযোগিতায় নাম কাটা গেছে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের।

সর্বশেষ সংবাদ

নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২২
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
গণবিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৪৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675